মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তানোর-গোদাগাড়ীতে ট্রাক ও কাঁচি প্রচারণাই চাপা পড়ছে নৌকা

আসাদুজ্জামান মিঠু, তানোর (রাজশাহী)
  ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:১৯

দ্বাদশ সংসদ নির্বাচনের হাতে গুনা আর মাত্র কয়দিন বাকি রয়েছে। সময় যত যাচ্ছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তানোরের শেষ সিমান্ত থেকে গোদাগাড়ী চরআষাড়দহ সব খানের ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা।

রাজশাহীর-১ আসনটি অন্যসব আসনের চেয়ে এবার একটু বেশি আলোচিত বেশি। কারণ এ আসনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (নৌকা) সাথে এ আসনে স্বতন্ত্র হয়ে ভোটের মাঠে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক)ও তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী (কাঁচি)সহ প্রায় ১১ জন প্রার্থী।

এ আসনে আওয়ামীলীগের চারজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আকতারুজ্জামান নামে একজন প্রার্থী সম্প্রতি গোলাম রাব্বানীর (কাঁচি)কে সমর্থন দিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছেন।

এ আসনের প্রচারণাই এগিয়ে রয়েছে মাহিয়া মাহি (ট্রাক) ও গোলাম রাব্বানীর (কাঁচি)। মাহি চিত্র নায়িকা হিসাবে যুবকদের কাছে বেশ পরিচিত আর গোলাম রাব্বানী ভোটাদের কাছে বেশ জনপ্রিয়। এ আসনে নতুন এ দুই মুখের প্রচারণাই আগ্রহ বেশি ভোটাদের। বিশেষ করে এ দুই প্রার্থীর প্রচারণাই চাঁপা পড়ছে দীর্ঘদিন ধরে থাকা ফারুক চৌধুরী (নৌকা)।

এদিকে তানোর ও গোদাগাড়ীর একাধিক ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান এমপির চেয়ে নতুন মুখের দিকেই ভোটাদের আগ্রহ বেশি। তাই এবার ভোটাদের নৌকার দিকে নিয়ে যেতে বেশ বেগ পেতে হবে বর্তমান নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে।

আ,লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ভোটাদের উদ্যোশে বলেন,তানোর গোদাগাড়ীর মানুষ নৌকাকে নয় এবার অত্যাতার ও অহংকারী ফারুক চৌধুরীর বিরেুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এ আসনে ব্যাক্তির পরিবর্তন চাই। তাই আগামী ৭ জানুয়ারী আমার কাঁচি প্রতিকে ব্যাপক ভোট দিয়ে জয়ী করবে বলে আশা করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে