শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​বাংলাদেশ সফর স্থগিত করে দিয়েছে ইংল্যান্ড

যাযাদি ডেস্ক
  ০২ আগস্ট ২০২১, ১৯:৩৪

টি-টোয়েন্টি সিরিজ শেষে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। ঢাকায় আসবে না তারা। সিরিজ শুরুর দেড় মাস আগে ট্যুর বাতিল করেছে ইংল্যান্ড।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

২০ সেপ্টেম্বর থেকে শুরু করে ১১ অক্টোবর পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলার কথা ছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের।

কী কারণে এই ট্যুর বাতিল করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঠাতে পারে দেশটি। ওই সময়ে বিশ্বকাপের ভেন্যুগুলোতে আইপিএলের ম্যাচ চলবে।

সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের। এক দিন আগে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া আসরের বাকি খেলাগুলো।

বাংলাদেশ ট্যুর বাতিল করলেও অক্টোবরের ১৪ ও ১৫ তারিখ পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্ট খেলবে ইংল্যান্ড।

চলতি বছর মে মাসে করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করে দেয়া হয় আইপিএল। তিন মাস পর ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের বাকি থাকা খেলাগুলো।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ৪টি ভেন্যুতে বাকি ৩০ ম্যাচ খেলার পর ১৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে