শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ছাড়পত্র পাননি কিংসলে, খেলা হচ্ছে না সাফে

যাযাদি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৬

বাংলাদেশের নাগরিক হিসেবে গত জুন থেকে প্রিমিয়ার লিগে খেলছেন এলিটা কিংসলে। এবার সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে ডাকও পেয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। দলের সঙ্গে থেকে নিয়মিত অনুশীলনও করছেন। মঙ্গলবার মালদ্বীপে উড়াল দেওয়ার কথাও ছিল। কিন্তু ফিফা থেকে আজ দুঃসংবাদ শুনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় কিংসলের অংশগ্রহণ করা হচ্ছে না এবারের সাফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এএফসি থেকে ইতিবাচক সাড়া পায়নি বাফুফে। এটা সময়সাপেক্ষ ব্যাপার। সাফ চ্যাম্পিয়নশিপের আগে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই।’

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিংসলেসহ মোট ৩৪ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছিল বাফুফে। ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে জোর চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপ যাওয়ার ফ্লাইটে তাকে পেল না বাংলাদেশ।

প্রসঙ্গত এর আগে কিংসলে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে।

২০১২ সালে বাংলাদেশের মেয়ে লিজাকে বিয়ে করেন কিংসলে। ২০১৫ সালে বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন তিনি। গত মার্চে নাগরিকত্ব পান।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে