শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ জানুয়ারি ২০২১, ০০:০০

পরমাণু চুক্তি

বাইডেনকে ফেরার

আহ্বান রুহানির

ম যাযাদি ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেট বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি ওয়াশিংটনকে ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। রুহানি তার বক্তব্যে বাইডেনকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নিতেও আহ্বান জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, 'বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। যদি ওয়াশিংটন ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরে, তাহলে আমরাও চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রম্নতির প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকব।'

যার হাত ধরে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও এসেছে ইরানি প্রেসিডেন্টের কথায়। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ; ইরানের উপর তার 'সর্বোচ্চ চাপের' নীতিও পুরোপুরিই ব্যর্থ হয়েছে।'

সংবাদসূত্র : রয়টার্স

উইঘুর গণহত্যা

যুক্তরাষ্ট্রের তীর

চীনের দিকে

ম যাযাদি ডেস্ক

চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনে উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নতুন নয়। তবে এ ইসু্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রথমবারের মতো গণহত্যা শব্দটি ব্যবহার করা হলো। মাইক পম্পেও বলেন, জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলীয় এলাকায় উইঘুর মুসলমানদের ওপর দমনপীড়নের অংশ হিসেবে সেখানে 'গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ' করেছে চীন। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন নিশ্চিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের পর আমি নিশ্চিত যে, চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সরকার জিনজিয়াংয়ে প্রধানত মুসলমান উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর গণহত্যা চালিয়েছে। এর আগেও উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের বর্বরতা নিয়ে সরব ছিল ওয়াশিংটন।

সংবাদসূত্র : বিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে