শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
নেতৃত্বে কৃষক যুবারা

তিন মাস পেরিয়েও আন্দোলনে অনড়

যাযাদি ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
দিলিস্ন সীমান্তে বিক্ষুব্ধ কৃষকরা

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারতের রাজধানী দিলিস্নর সীমান্ত এলাকা এবং পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও হরিয়ানার মতো রাজ্যে চলমান আন্দোলনের ৯৩ দিন পূর্ণ হয়েছে শনিবার। আন্দোলনের তিন মাস পূর্তিকে এ দিন 'যুবা কিষাণ দিবস' হিসেবে পালন করে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষক সম্প্রদায়ের যুব শক্তি এ দিনের ধরনা-প্রতিবাদে নেতৃত্ব দেয়। দক্ষিণের চার রাজ্যের কৃষকদের একটি বড় দলও দিলিস্নর সীমানায় এসে পৌঁছায় এ দিন। তাদের মতে, প্রধানমন্ত্রী মোদি সরকারের কৃষি আইন দেশের কৃষকদের কাছে 'মৃতু্য পরোয়ানার সমান'। সংবাদসূত্র : এবিপি নিউজ

আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। দিনের শুরুতেই সিঙ্ঘু সীমানায় নভজোৎ সিং নামে ১৮ বছরের এক যুবকের মৃতু্য হয়। দিনভর বিভিন্ন ধরনামঞ্চে আবেগ-দীপ্ত বক্তৃতা দেন কৃষক নেতারা। যার সারমর্ম, এত শহীদের রক্ত ব্যর্থ হতে দেওয়া হবে না।

কিষাণ কংগ্রেসের সদস্যরা শনিবার বেলা সাড়ে ১১টায় দিলিস্নতে দলের অফিস থেকে কৃষিভবনের উদ্দেশে মিছিল শুরু করেন। পরিকল্পনা ছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কার্যালয় ঘেরাওয়ের। থালা-বাটি বাজাতে বাজাতে তারাও সেস্নাগান তোলেন, 'আর কত মৃতু্য দেখতে চাও তোমরা?' অবশ্য কৃষিভবনের অনেক আগেই তাদের আটকে দেওয়া হয়।

এদিকে, আজ রাজস্থানে বসছে দুটি মহাপঞ্চায়েত। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গহলট। এ দিনই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী যাবেন প্রধানমন্ত্রীর কেন্দ্র বারানসিতে। উদ্দেশ্য, গুরু রবিদাসজি মহারাজের জন্মোৎসব অনুষ্ঠানে যোগ দেওয়া। সেখানে কৃষকদের সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে তার। অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বলা হয়, 'দক্ষিণ ভারত থেকে বিশাল এক প্রতিনিধি দল সিঙ্ঘু সীমানায় এসে পৌঁছেছে। গত দুদিন তারা ছিলেন গাজিপুরে। সিঙ্ঘুতে তারা আওয়াজ তুলেছেন, এই আন্দোলন দেশের আন্দোলন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে