শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষি আইন সংশোধনে রাজি মোদি সরকার

যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ০০:০০

ভারতে চলমান কৃষক আন্দোলনের কারণে বিদ্যমান কৃষি আইনে সংশোধনী আনার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। নতুন তিন কৃষি আইনকে বিতর্কিত দাবি করে সেগুলো বাতিলের দাবিতে কৃষক বিক্ষোভ শততম দিনে পৌঁছানোর পর শনিবার এই ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সংবাদসূত্র : এনডিটিভি

তিনি বলেন, চলমান কৃষক বিক্ষোভকে সম্মান করে নতুন তিন কৃষি আইনে সংশোধনী আনতে প্রস্তুত মোদি সরকার। একইসঙ্গে কৃষকদের নিয়ে রাজনীতি করার কারণে বিরোধীদের সমালোচনাও করেন তিনি।

পঞ্চম 'ন্যাশনাল কনভেনশন অব অ্যাগ্রেভিশন' নামক সম্মেলনে তোমর বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে সরকার কৃষকদের সঙ্গে ১১ দফা বৈঠকে বসেছে। বৈঠকে কৃষি আইনে সংশোধনী আনতে তাদের প্রস্তাবও দেওয়া হয়েছে।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর কৃষি ব্যবস্থা সংস্কারে ভারতের পার্লামেন্টে তিনটি বিল উত্থাপন করে বিজেপি সরকার। সেপ্টেম্বরের শেষ দিকে দেশটির রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ওই বিল তিনটি আইনে পরিণত হয়। নভেম্বর থেকে আইনগুলো বাতিলের দাবিতে দিলিস্নর সীমান্তবর্তী এলাকাগুলোতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ভারতের কয়েক লাখ কৃষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে