শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মন্তব্য অমর্ত্যের

শুধু বাজার নয়, নজর চাই কৃষকের নিরাপত্তায়

যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ০০:০০

শুধু বাজারের স্বাস্থ্য দেখলেই হবে না। কৃষকদের ব্যক্তিগত স্বার্থ, তাদের উপার্জন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ও কৃষিজীবীদের দিনযাপনের অনিশ্চয়তা দূর করার ব্যাপারেও সরকারকে সচেষ্ট হতে হবে। অঙ্গীকারবদ্ধ হতে হবে। উদ্যোগ নিতে হবে দেরি না করেই। ভারতের চলমান কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি

অমর্ত্য বলেছেন, শুধু শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেই দেশের অর্থনৈতিক স্বাস্থ্যবৃদ্ধি হয় না। একই সঙ্গে যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, সে দিকেও নজর রাখতে হবে সরকারকে। না হলে জিডিপির হার টেনে তোলা সম্ভব নয়। গফনযভা এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য বলেন, 'কৃষকদের আন্দোলনকে সহানুভূতির চোখে দেখতে হবে। খরা, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে রুটিরুজির সমস্যা, দিনযাপনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সেটা সরকারকে বুঝতে হবে। তার মোকাবিলার জন্য সরকারকে আগেভাগেই কল্যাণমূলক পরিকল্পনা ও তার জন্য অর্থবরাদ্দ করে রাখতে হবে।'

নোবেলজয়ী অর্থনীতিবিদ মনে করেন, সামনের দিনগুলোতে সুখের স্বপ্নে বিভোর হয়ে থাকাটা কোনো দেশের সুবিবেচক অর্থনীতির কাজ নয়। বরং কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য আগেভাগে তৈরি থাকাটাই সুবিবেচক অর্থনীতির প্রথম লক্ষ্য হওয়া উচিত। অমর্ত্যের কথায়, 'কৃষকদের ব্যক্তিগত স্বার্থের দিকে নজর রাখতে গেলে কেন বাজার অর্থনীতির বিরোধিতা করা হবে, এটা বোধগম্য হচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতিতে আমি মনে করি, কোনো দেশের আর্থিক প্রবৃদ্ধির জন্য বাজার অর্থনীতি বড় ভূমিকা নিতে পারে। তবে তার জন্য ভারতের মতো কৃষিনির্ভর দেশের কৃষকদের ব্যক্তিগত চাওয়া-পাওয়াগুলোকে উপেক্ষা করার প্রয়োজন হয় না। উপেক্ষা করলে বরং হিতে বিপরীতই হবে। জিডিপির হার টেনে তোলা সম্ভব হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে