শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির উদ্গীরণে মৃতু্য বেড়ে ৩৪

ম যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয় পর্বত সেমেরুর উদ্গীরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শনিবার ৩৬৭৬ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি থেকে উত্তপ্ত ঘন ছাই ও ধোঁয়ার বিশাল কুন্ডুলি উৎক্ষিপ্ত হয় ও নিচের গ্রামগুলোর ভেতর দিয়ে বিপজ্জনক লাভার স্রোত প্রবাহিত হয়।

এতে এ পর্যন্ত ৩৪ জনের মৃতু্য হওয়ার পাশাপাশি ২২ জন নিখোঁজ রয়েছেন এবং কয়েক হাজার মানুষ বাস্তুচু্যত হয়েছেন বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোকো উয়িদোদো দুর্গত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্র্নিমাণ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রম্নতি দিয়েছেন। হেলিকপ্টারে করে আগ্নেয়গিরির উদ্গীরিত ছাইয়ে ঢাকা গ্রামগুলো দেখে ও আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি এই প্রতিশ্রম্নতি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সুম্বুলউলু থেকে তিনি বলেন, 'ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার বাহিনী আমাদের আছে, আমি এটি নিশ্চিত করতে এখানে এসেছি।'

অন্তত দুই হাজার বাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে