সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চীনের ফুজিয়ানে টাইফুন ডকসুরির তান্ডব

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৩, ০০:০০
টাইফুন 'ডকসুরি' শুক্রবার চীনের ফুজিয়ান প্রদেশে ব্যাপক তান্ডব চালিয়েছে। ছবিটি জিয়ামেন থেকে তোলা -রয়টার্স অনলাইন

টাইফুন 'ডকসুরি'র তান্ডবে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে তীব্র ঝড় ও ভারী বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাসের তান্ডবে গাছপালার পাশাপাশি বৈদু্যতিক খুঁটি উপড়ে আগুন লেগে যায়। বিরূপ আবহাওয়া পরিস্থিতির কারণে কলকারখানা ও বিপণি বিতানগুলো বন্ধ রাখা হয়েছে। ২০১৬ সালে প্রাণঘাতী টাইফুন 'মেরান্তি'র পর সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় টাইফুন শুক্রবার সাগর থেকে ফুজিয়ানে উঠে আসে। সংবাদসূত্র : রয়টার্স

মাত্র দুই সপ্তাহের কম সময়ের মধ্যে চীনে আঘাত হানা দ্বিতীয় টাইফুন ডকসুরি। এই টাইফুনের কারণে ফুজিয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে এবং উপকূলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে টাইফুন মেরান্তির তান্ডবে প্রদেশটিতে অন্তত ১১ জনের মৃতু্য হয়েছিল।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে ডকসুরির বাতাসের বেগ ছিল ঘণ্টা প্রতি ১৩৭ কিলোমিটার।

দেশটির আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, শিয়ামেন, শানঝৌ ও পুতিয়ানে ঘণ্টাপ্রতি বৃষ্টিপাত ৫০ মিলিমিটার ছাড়িয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে