সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হেরোইন পাচারের দায়ে নারীর মৃতু্যদন্ড কার্যকর সিঙ্গাপুরে

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৩, ০০:০০

৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে সিঙ্গাপুরে এক নারীর মৃতু্যদন্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃতু্যদন্ড কার্যকর হলো। শুক্রবার মৃতু্যদন্ড কার্যকর হওয়া ওই নারীর নাম সারিদেউই জামানি (৪৫)। সংবাদসূত্র : আল-জাজিরা, বিবিসি

হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করে মৃতু্যদন্ড দেন আদালত। বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি রয়েছে, সিঙ্গাপুর তার মধ্যে অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃতু্যদন্ডের সাজা হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিচারকার্য চলার সময় জামানি জানিয়েছিলেন, পাচার নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের জন্য হেরোইন মজুত করেছিলেন তিনি।

মাদক মামলায় সিঙ্গাপুরে তিন দিনের মধ্যে মৃতু্যদন্ড কার্যকর হতে চলা দ্বিতীয়জন হলেন জামানি। এর আগে বুধবার মো. আজিজ বিন হুসাইন নামের আরেক আসামির মৃতু্যদন্ড কার্যকর করা হয়।

২০২২ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়া ১৬ জনের মৃতু্যদন্ড কার্যকর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে