সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অব্যাহতভাবে পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখবে। এর মধ্যে আছে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা, সমৃদ্ধি, নিরাপত্তা। পাশাপাশি আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, কয়েক মাসের মধ্যে পাকিস্তানে একটি নির্বাচন হতে চলেছে। সেখানে আনোয়ারুল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সামনের দিনগুলোয় কাজ করবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবারের ওই ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পাকিস্তানে জোট সরকারের বিলুপ্তি এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারকে নিয়োগের বিষয়ে অবহিত যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে বলে আশা করছে দেশটির সদ্যবিদায়ী সরকার এবং বিরোধী পক্ষ। তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে কাকারের নিয়োগকে স্বাগত জানিয়েছে। তার এখন প্রথম কাজ হবে রাজনীতি ও অর্থনীতিতে কয়েক মাস ধরে অস্থিতিশীল পাকিস্তানে একটি মন্ত্রিপরিষদ বেছে নেওয়া, যাদের নিয়ে তিনি নির্বাচন সম্পন্ন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে