সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সৌদি সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলস্নাহিয়ান বৃহস্পতিবার সৌদি আরব সফরে গেছেন।

চলতি বছরের মার্চে 'ইসলামিক রিপাবলিক ইরান'-এর সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সোউদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ও অস্থিরতায় জ্বালানি দেওয়া বৈরিতার বছরগুলো পেছনে ফেলে তারা। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে