সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিককে গ্রেপ্তার দেখাল রাশিয়া

যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকার এক নাগরিককে গ্রেপ্তার দেখিয়েছে রাশিয়া। গ্রেপ্তারকৃত ওই মার্কিন নাগরিকের নাম জিন স্পেক্টর। তিনি রাশিয়ায় আগে থেকেই বন্দি রয়েছেন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার তাকে গ্রেপ্তার দেখানো হলো।

মস্কোর একটি আদালত রাশিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিন স্পেক্টরকে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করেছে বলে রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে। তবে স্পেক্টরকে গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে বিশদ কোনো বিবরণ দেয়নি এসব বার্তা সংস্থা।

আরেক রুশ বার্তা সংস্থা রিয়া-এর তথ্য অনুসারে রাশিয়ার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আরকাদি ডভোরকোভিচের সহকারীকে ঘুষ দেওয়ার অভিযোগে স্পেক্টরকে ২০২২ সালে সাড়ে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, মামলার নথিপত্র ও বিবরণ গোপন রাখা হয়েছে এবং আদালতের কার্যক্রমও পরিচালিত হয় রুদ্ধদ্বার ভাবে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, জিন স্পেক্টর রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন এবং তারপর আমেরিকায় চলে যান। এরপর ২০২১ সালে গ্রেপ্তার হন তিনি। এর আগে ক্যানসার নিরাময়ের ওষুধে বিশেষজ্ঞ কোম্পানি মেডপলিমারপ্রম গ্রম্নপের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিন স্পেক্টর।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, বাইডেন প্রশাসন এখনো এই মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবে না। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে