রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা দ্বিগুণ

যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
লিবিয়ায় গত ১০ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দেরনায় আছড়ে পড়ে ভূমধ্যসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস ও শহরটির ভেতর দিয়ে বয়ে যাওয়া ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে লাখ লাখ গ্যালন পানি শহরে প্রবেশ করায় ভেসে যায় বিশাল এলাকা। এতে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। আরও বহু লাশ ভাসছে সাগরে, ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়ে আছে বহু মরদেহ। দেরনা শহরে ঝড়-জলোচ্ছ্বাস-বন্যা কী তান্ডব চালিয়েছে, ওপরের ছবিতেই তা স্পষ্ট -রয়টার্স অনলাইন

জীবনের ঝুঁকি নিয়ে মধ্য ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যাওয়া অনিয়মিত অভিবাসীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে গেছে এই অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা 'ফ্রন্টেক্স' জানিয়েছে, এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। সংবাদসূত্র : এএফপি

অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে ভাগ্য বদলের আশায় বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে যান।

'ফ্রন্টেক্স' জানিয়েছে, ২০২৩ সালে অনিয়মিতভাবে আসা অভিবাসীদের হিসাব করে দেখা গেছে, এক লাখ ১৪ হাজার ২৫৬ জন মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসেছেন। অভিবাসীদের বেশিরভাগই আইভরি কোস্ট, মিসর ও গিনির নাগরিক।

সংস্থাটি জানিয়েছে, 'মানব পাচারে জড়িত চক্রগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে বেশি মুনাফার আশায় লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের আগের তুলনায় কম খরচে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রস্তাব দিচ্ছে। ফলে, অভিবাসন প্রত্যাশীদের চাপ সাম্প্রতিক সময় বেড়ে গেছে। আগামী কয়েক মাসও এই চাপ অব্যাহত থাকতে পারে।'

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে অন্তত দুই হাজার ৩২৫ জন মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে