রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় উৎক্ষেপণেও ব্যর্থ ইলন মাস্কের স্টারশিপ

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৩, ০০:০০
ইলন মাস্ক

দ্বিতীয়বারও ব্যর্থ হলো ইলন মাস্কের 'স্টারশিপ' রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। মার্কিন ধনকুবের মাস্কের প্রতিষ্ঠান 'স্পেসএক্স' এটি উৎক্ষেপণ করেছে। আমেরিকার টেক্সাস থেকে স্থানীয় সময় শনিবার সকাল ৭টার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে রকেটটি প্রায় আট মিনিট আকাশে উড়েছিল। এবারের যাত্রায় ১৪৮ কিলোমিটার উচ্চতায় উঠেছিল রকেটটি। রকেটের ওপরের অংশ সফলভাবে বুস্টার থেকে আলাদা হয়ে যায় যা পরে বিস্ফোরিত হয়। রকেটটি আটলান্টিক মহাসাগরে ভূপাতিত হয়েছে।

গত এপ্রিলে এই স্টারশিপ রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তবে চার মিনিট পরই রকেটটি বিস্ফোরিত হয়েছিল।

স্টারশিপ এমন একটি রকেট যা পুনরায় ব্যবহারযোগ্য। এই শক্তিশালী রকেটে ভিনগ্রহে মানুষ পাঠাতে চায় নাসা।

নাসার প্রধান বিল নেলসন 'এক্সে' লিখেছেন, 'আজকের (শনিবার) এই পরীক্ষা শেখার একটি সুযোগ। পরে আবারও উড়ান।'

নাসার 'আর্টেমিস' প্রকল্পে স্টারশিপ রকেট ব্যবহারের জন্য এরই মধ্যে কয়েকশ কোটি ডলারের চুক্তি করেছে কোম্পানিটি। প্রকল্পের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানো।

এবারের উৎক্ষেপণ সফল হলে রকেটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে হাওয়াই উপকূলে অবতরণের কথা ছিল। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে