সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোট করতে পারবেন না ইমরান খান

যাযাদি ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

তোশাখানা দুর্নীতি মামলায় তিন

বছরের কারাদন্ডের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এ কারণে আগামী ৮ ফেব্রম্নয়ারি হতে যাওয়া জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল দেশটির সাবেক প্রধানমন্ত্রীর।

গত ৫ আগস্ট অবৈধভাবে রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল বিক্রির অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদন্ড দেন ইসলামাবাদের একটি দায়রা আদালত। সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।

শুরু থেকেই তোশাখানার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান। তার দাবি, রাজনৈতিকভাবে হেয় করতেই তাকে কারাদন্ড

দেওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট ইসলামাবাদ হাইকোর্ট দন্ড স্থগিত করে। তবে দন্ড স্থগিত হলেও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্যই থাকেন তিনি।

পাকিস্তানে আগামী ৮ ফেব্রম্নয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার শেষ দিন ছিল শুক্রবার। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের দিনই তার আপিল খারিজ করে দেওয়া হয়েছে।

২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকেই রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সংবাদসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে