শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএড কোর্সে ভর্তির সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে ২০২১ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তির সময় শেষ হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। ২ ডিসেম্বর ধানমন্ডি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান এ তথ্য জানান।

শিক্ষক সমিতির সভাপতি বলেন, 'বেসরকারি টিটি কলেজে বিএড ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন সম্পন্ন করে স্ব-স্ব কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।'

৩৭টি লাল তালিকাভুক্ত টিটি কলেজে ভর্তি না হতে পরামর্শ দিয়ে ড. নজরুল ইসলাম খান বলেন, 'বিএড কোর্সে ভর্তির আগে চিহ্নিত এ সব কলেজে ভর্তি হলে নানাভাবে হয়রানি হতে হবে। এমপিওভুক্ত শিক্ষক ও উচ্চতর বিএড স্কেল পেতে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ করলে সেই সনদ গ্রহণযোগ্য হবে।' তিনি আরও বলেন, 'মানসম্মত কলেজগুলোতে যেন প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেন কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার

পরামর্শ দিচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে