শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম শ্রেণির পড়াশোনা

সতীদাহ প্রথা বিলোপে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন-
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

৭২। বাংলায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন-

(র) তাঁতিয়া টোপি

(রর) সিপাহি মঙ্গল পান্ডে

(ররর) হাবিলদার রজব আলী

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৭৩। ভারত শাসন আইনে গভর্নর জেনারেলকে কী নামে অবহিত করা হয়?

(ক) ভাইসরয়

(খ) কর্নেল

(গ) জেনারেল

(ঘ) ডিরেক্টর

সঠিক উত্তর : (ক) ভাইসরয়

৭৪। ইংরেজ বা ব্রিটিশ আমলে মানুষের মধ্যে নতুন চেতনার উদ্ভব ঘটে-

(ক) সামাজিক উন্নয়নে

(খ) শিক্ষার প্রভাবে

(গ) অর্থনৈতিক উন্নয়নে

(ঘ) রাজনৈতিক প্রভাবে

সঠিক উত্তর : (খ) শিক্ষার প্রভাবে

৭৫। ইংরেজদের শাসন-শোষণের যে চিত্র ফুটে ওঠে-

(র) ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ

(রর) রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় কর্তৃত্ব প্রতিষ্ঠা

(ররর) কলকাতাকে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

\হ৭৬। ব্রিটিশরা এ দেশে কোন নীতিতে শাসন করত?

(ক) ভাগ কর-শাসন কর

(খ) দ্বৈত শাসন

(গ) জয় কর-শাসন কর

(ঘ) ধর্ম যার যার রাষ্ট্র সবার

সঠিক উত্তর : (ক) ভাগ কর-শাসন কর

৭৭। স্বদেশী আন্দোলনের তাৎপর্য কেমন ছিল?

(ক) হিন্দু-মুসলমান বিরোধ নিষ্পত্তি

(খ) দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা

(গ) সাম্প্রদায়িকতার উন্মেষ

(ঘ) ব্রিটিশদের প্রতি শ্রদ্ধাশীলতা

সঠিক উত্তর : (খ) দেশপ্রেম ও রাজনৈতিক চেতনা

৭৮। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার প্রাথমিক ফলাফল কীরূপ ছিল?

(ক) হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব প্রকোট হয়

(খ) হিন্দু সম্প্রদায় লাভবান হয়

(গ) রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আসে

(ঘ) অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়

সঠিক উত্তর :(ক) হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব প্রকোট হয়

৭৯। বঙ্গীয় আইনসভা সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো-

(র) প্রাথমিক অবস্থায় এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল

(রর) প্রথম অবস্থায় সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার বিধান ছিল না

(ররর) পরবর্তীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ওঠে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৮০। কত সালে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়?

(ক) ১৮২০ সালে

(খ) ১৮২১ সালে

(গ) ১৮২২ সালে

(ঘ) ১৮২৩ সালে

সঠিক উত্তর : (খ) ১৮২১ সালে

৮১। বাংলার অর্থনীতি কৃষি ও তাঁতশিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়-

(ক) ব্রিটিশরা

(খ) পালরা

(গ) মোঘলরা

(ঘ) পাকিস্তানিরা

সঠিক উত্তর : (ক) ব্রিটিশরা

৮২। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছরে ভারত উপমহাদেশে উলেস্নখযোগ্য কোন ঘটনাটি ঘটেছিল?

(ক) সাঁওতাল বিদ্রোহ

(খ) মুসলিম লীগ প্রতিষ্ঠা

(গ) সিপাহি বিদ্রোহ

(ঘ) বঙ্গভঙ্গ

সঠিক উত্তর : (গ) সিপাহি বিদ্রোহ

৮৩। ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটার কারণ-

(ক) ভারত শাসন আইন জারি

(খ) সার্বভৌম আইন জারি

(গ) ভারত স্বাধীনতা আইন জারি

(ঘ) ব্রিটিশ শাসন আইন জারি

সঠিক উত্তর : (ক) ভারত শাসন আইন জারি

৮৪। সতীদাহ প্রথা বিলোপে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন-

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : (গ) রাজা রামমোহন রায়

৮৫। কোন ব্যবস্থা পূর্ব বাংলার মানুষের জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়ায়?

(ক) জমিদারি প্রথা

(খ) চিরস্থায়ী বন্দোবস্ত

(গ) সান্ধ্য আইন

(ঘ) দ্বৈত শাসন

সঠিক উত্তর : (ঘ) দ্বৈত শাসন

৮৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে?

(ক) ১৬৫৮ সালে

(খ) ১৬৫৯ সালে

(গ) ১৭৫৮ সালে

(ঘ) ১৭৫৯ সালে

সঠিক উত্তর : (ক) ১৬৫৮ সালে

৮৭। ইংরেজদের বাংলা দখলের পদ্ধতি ছিল একটি করে রাজ্য দখল। এ আক্রমণের সঙ্গে কোন রাজ্য জড়িত?

(ক) মাদ্রাজ

(খ) চন্দন নগর

(গ) কাশিমবাজার

(ঘ) মুর্শিদাবাদ

সঠিক উত্তর : (ঘ) মুর্শিদাবাদ

৮৮। কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন?

(ক) ওয়াটসন ও ক্লাইভ

(খ) ওয়াটসন ও হেস্টিংস

(গ) রবার্ট হুড ও ক্লাইভ

(ঘ) ডালহৌসি

সঠিক উত্তর : (ক) ওয়াটসন ও ক্লাইভ

৮৯। দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৬০০ সালে (খ) ১৬০৫ সালে

(গ) ১৬১০ সালে (ঘ) ১৬১৫ সালে

সঠিক উত্তর : (ক) ১৬০০ সালে

৯০। ফরাসিরা এ দেশে কত বছর বাণিজ্য করেছিল?

(ক) প্রায় ৫০ বছর (খ) প্রায় ৭৫ বছর

(গ) প্রায় ১০০ বছর (ঘ) প্রায় ১৫০ বছর

সঠিক উত্তর : (খ) প্রায় ৭৫ বছর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে