শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

প্রশ্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যের উলেস্নখযোগ্য মুসলিম কবি কে কে?

উত্তর : আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুলস্নাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলির প্রধান অবলম্বন কী কী?

উত্তর : রাধাকৃষ্ণের প্রেমলীলা।

প্রশ্ন : অধিকাংশ বৈষ্ণব পদাবলি কোন ভাষায় রচিত হয়েছে?

উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : শাক্ত পদাবলির উলেস্নখযোগ্য কবি কে কে?

উত্তর : রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরাজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।

প্রশ্ন : মঙ্গলকাব্যের উপজীব্য কী?

উত্তর : ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যের উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কী কী?

উত্তর : মঙ্গল কাব্য প্রধানত দু'প্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য।

প্রশ্ন : উলেস্নখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কী কী?

উত্তর : অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।

প্রশ্ন : সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি?

উত্তর : মনসামঙ্গল।

প্রশ্ন : সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী কোনটি?

উত্তর : চাঁদ সদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনী।

প্রশ্ন : মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনী নিয়ে রচিত?

উত্তর : দেবী মনসার কাহিনী।

প্রশ্ন : মনসামঙ্গলের উলেস্নখযোগ্য চরিত্র কী?

উত্তর : মনসাদেবী, চাঁদ সদাগর, বেহুলা, লখিন্দর।

প্রশ্ন : মনসামঙ্গলের আদি কবি কে?

উত্তর : কানা হরিদত্ত।

প্রশ্ন : কোন রাজার সময় মনসামঙ্গল কাব্য রচিত হয়? উত্তর : সুলতান হুসেন শাহের সময়ে।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেবের জন্মস্থান কোথায়? উত্তর : বর্তমান কিশোরগঞ্জ জেলায়।

প্রশ্ন : কবি নারায়ণ দেবের কাব্যের নাম কী?

উত্তর : পদ্মপুরাণ।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্মস্থান কোথায়?

উত্তর : বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে, প্রাচীন নাম ফুলশ্রী।

প্রশ্ন :'মনসা বিজয়' কাব্যগ্রন্থের রচিয়তা কে?

উত্তর : বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে