শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানারাত ইউনিভার্সিটিতে মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মিডিয়া অলিম্পিয়াড ২০২০। ২১ জানুয়ারি আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত মিডিয়া অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর এটিএম ফজলুল হক, বিশিষ্ট ফার্মাসিস্ট ও বিজ্ঞানী প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান ও প্রফেসর মোজাম্মেল হক এবং তুরস্কভিত্তিক আন্তর্জাতিক নিউজ এজেন্সি আনাদলু নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু।

অনুষ্ঠানের প্রথম পর্বে সারাদেশ থেকে আসা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় এ মিডিয়া অলিম্পিয়াডে বিজয়ীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াডে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে