শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০
ভাবনার জগৎ

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

মিনু

১। মিনুর সই কে?

ক. চাঁদ খ. সূর্য

গ. গ্রহ ঘ. তারা

সঠিক উত্তর : গ. গ্রহ

২। 'মিনুর বাবা অনেক দূরদেশে আছে'- এখানে দূরদেশে বলতে বোঝানো হয়েছে-

ক. ইউরোপ খ. মধ্যপ্রাচ্য

গ. পরপার ঘ. অচিনপুর

সঠিক উত্তর : গ. পরপার

৩। বনফুলের প্রকৃত নাম কী?

ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. আবু বকর সিদ্দিক

সঠিক উত্তর : ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়

৪। হলদে পাখি দেখে মিনুর মনে কী জাগে?

ক. পুলক খ. বেদনা

গ. ভয় ঘ. শিহরণ

সঠিক উত্তর : ঘ. শিহরণ

৫। কে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়?

ক. পিসিমা খ. মিনু

গ. যোগেন বসাক ঘ. টুনু

সঠিক উত্তর : ক. পিসিমা

৬। মিনুর কী দরকার হয় না?

ক. সবকিছু দেখার

খ. সব কাজ করার

গ. সব কথা শোনার

ঘ. সব কথা বলার

সঠিক উত্তর : খ. সব কাজ করার

৭। সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না- এমন সব জিনিস মিনু কী দিয়ে সৃষ্টি করেছে?

ক. ছবি এঁকে

খ. ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে

গ. বুদ্ধি দিয়ে

ঘ. অভিজ্ঞতার আলোকে

সঠিক উত্তর : খ. ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে

৮। মিনুর জগৎ আসলে কিসের জগৎ?

ক. সৃষ্টির জগৎ খ. চোখের জগৎ

গ. বাস্তব জগৎ ঘ. ভাবনার জগৎ

সঠিক উত্তর : ঘ. ভাবনার জগৎ

৯। বাবা কোথায় বলে মিনুর বিশ্বাস?

ক. মাসিমার বাড়িতে খ. দূরদেশে

গ. শহরে ঘ. গ্রামের বাড়িতে

সঠিক উত্তর : ক. মাসিমার বাড়িতে

১০। মিনুর নিজের ঘরটি কেমন?

ক. অনেক গোছানো খ. মাঝারি

গ. বড় ঘ. ছোট্ট

সঠিক উত্তর : গ. বড়

১১। মিনুর অন্তরের ভেতরে কার জন্য প্রতীক্ষা?

ক. পিসিমার জন্য খ. মাসিমার জন্য

গ. বাবার জন্য ঘ. মায়ের জন্য

সঠিক উত্তর : ক. পিসিমার জন্য

১২। কোন কষ্টটি মিনুর একান্ত নিজস্ব?

ক. লেখাপড়া শিখতে না পারা

খ. বাবার ফিরে না আসা

গ. পিসিমার গঞ্জনা

ঘ. শারীরিক প্রতিবন্ধকতা

সঠিক উত্তর : খ. বাবার ফিরে না আসা

১৩। মিনু কার বাড়িতে থাকে?

ক. বাবার বন্ধুর খ. ভাইয়ের

গ. পিসিমার ঘ. মাসিমার

সঠিক উত্তর : গ. পিসিমার

১৪। মিনুর বয়স কত?

ক. ১০ বছর খ. ১১ বছর

গ. ১২ বছর ঘ. ১৩ বছর

সঠিক উত্তর : ক. ১০ বছর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে