শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেরোবিতে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ মার্চ ২০২১, ০০:০০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে 'ই-রিকুইজিশন ফর দ্যা অফিস ম্যানেজমেন্ট'বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি হেয়াত মামুদ ভবনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) ১ মার্চ আয়োজন করে এই প্রশিক্ষণ কর্মশালা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউলস্নাহ, বিএনসিসিও। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে ই-রিকুইজিশনবিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ভিসি মহোদয়ের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার, একাডেমিক) মো. আমিনুর রহমান।

উলেস্নখ্য, ২৭ ফেব্রম্নয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় বেরোবি একাডেমিক ও প্রশাসনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে