শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১০ মে ২০২১, ০০:০০
স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -আর্কাইভ

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

সপ্তম অধ্যায়

১. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য কোনটি?

(ক) রাজনৈতিক দল

(খ) সরকার

(গ) প্রশাসন

(ঘ) রাজনৈতিক শিক্ষা

সঠিক উত্তর :(ক) রাজনৈতিক দল

২. গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় কোনটি ছাড়া?

(ক) প্রশাসন

(খ) প্রাতিষ্ঠানিক আয়োজন

(গ) রাজনৈতিক দল

(ঘ) মৌলিক শিক্ষা

সঠিক উত্তর : (গ) রাজনৈতিক দল

৩. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?

(ক) সৌদি আরব

(খ) যুক্তরাজ্য

(গ) লিবিয়া

(ঘ) রাশিয়া

সঠিক উত্তর :(ক) সৌদি আরব

৪. কত সাল পর্যন্ত উগান্ডায় রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল?

(ক) ২০১১ সাল

(খ) ২০০৯ সাল

(গ) ২০০৭ সাল

(ঘ) ২০০৫ সাল

সঠিক উত্তর : (ঘ) ২০০৫ সাল

৫. কোন সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?

(ক) ১৯৫৭ সালে

(খ) ১৯৫৫ সালে

(গ) ১৯৫৩ সালে

(ঘ) ১৯৫৪ সালে

সঠিক উত্তর : (খ) ১৯৫৫ সালে

৬. কোন দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?

(ক) কমিনিস্ট পার্টি

(খ) জাসদ

(গ) আওয়ামী লীগ

(ঘ) ন্যাপ

সঠিক উত্তর : (গ) আওয়ামী লীগ

৭. কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?

(ক) ১৯৪৯ সালের ২৩ জুন

(খ) ১৯৪৯ সালের ২৩ মে

\হ(গ) ১৯৪৮ সালের ২৩ জুন

(ঘ) ১৯৪৯ সালের ১৭ এপ্রিল

সঠিক উত্তর :(ক) ১৯৪৯ সালের ২৩ জুন

৮. স্বাধীনতার পর এ দেশে প্রথম নির্বাচন হয়-

(ক) ১৯৭৫ সালে

(খ) ১৯৭৪ সালে

(গ) ১৯৭৩ সালে

(ঘ) ১৯৭২ সালে

সঠিক উত্তর : (গ) ১৯৭৩ সালে

৯. স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচন হয়েছে কতবার?

(ক) ১৭ বার

(খ) ১৬ বার

(গ) ১৫ বার

(ঘ) ১৪ বার

সঠিক উত্তর : (খ) ১৬ বার

১০. স্বাধীনতার পর থেকে ২০১৪ পর্যন্ত নির্বাচন হয়েছে কতবার?

(ক) ১৬ বার

(খ) ১৫ বার

(গ) ১৫ বার

(ঘ) ১৩ বার

সঠিক উত্তর : (খ) ১৫ বার

১১. রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হয়ে থাকে?

(ক) পরোক্ষ পদ্ধতিতে

(খ) প্রত্যক্ষ পদ্ধতিতে

(গ) গণভোটের মাধ্যমে

(ঘ) প্রধানমন্ত্রী কৃর্তক নির্ধারিত

সঠিক উত্তর :(ক) পরোক্ষ পদ্ধতিতে

১২. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান কমিশনারদের নিয়োগ দেন-

(ক) রাষ্ট্রপতি

(খ) প্রধানমন্ত্রী

(গ) প্রধান বিচারপতি

(ঘ) জাতীয় সংসদ

সঠিক উত্তর :(ক) রাষ্ট্রপতি

১৩. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের-

(ক) শক্তি

(খ) শিক্ষা

\হ(গ) হাতিয়ার

(ঘ) রক্ষাকবচ

সঠিক উত্তর : (ঘ) রক্ষাকবচ

১৪. কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়?

(ক) ১১ জন

(খ) ৯ জন

(গ) ৭ জন

(ঘ) ৫ জন

সঠিক উত্তর : (ঘ) ৫ জন

১৫. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত আছে?

(ক) ১২০

(খ) ১১৯

(গ) ১১৮

(ঘ) ১১৭

সঠিক উত্তর : (খ) ১১৯

১৬. জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?

(ক) ৬০

(খ) ৫০

(গ) ৪৫

(ঘ) ৪০

সঠিক উত্তর : (খ) ৫০

১৭. রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি?

(ক) নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ

\হ(খ) দলীয় আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন

(গ) গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের ভুলত্রম্নটি ধরা

(ঘ) বিভিন্ন দলের স্বার্থ একত্র করে রাজনৈতিক কর্মসূচি স্থির করা

সঠিক উত্তর :(ক) নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ

১৮. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনটির গুরুত্ব বেশি?

(ক) প্রচার

(খ) ভোট প্রয়োগ

(গ) রাজনৈতিক দল

(ঘ) বিচ্ছিন্ন জনগণ

সঠিক উত্তর :(গ) রাজনৈতিক দল

১৯. জনপ্রতিনিধি বাছাইয়ের উত্তম ক্ষেত্র কোনটি?

(ক) সমাজ

(খ) রাজনৈতিক দল

(গ) পারিবার ব্যবস্থা

(ঘ) নির্বাচন

সঠিক উত্তর : (ঘ) নির্বাচন

২০. জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায় কোনটি?

(ক) রাজনৈতিক দল

(খ) সামাজিক সংগঠন

(গ) অর্থনৈতিক সংস্থা

(ঘ) খেলাধুলা

সঠিক উত্তর :(ক) রাজনৈতিক দল

২১. গণতান্ত্রিক শাসনপদ্ধতির অন্যতম পূর্বশর্ত কোনটি?

(ক) সুষ্ঠু ুনির্বাচনের

(খ) ক্ষমতা দখল

(গ) সাধারণ নির্বাচন

(ঘ) দলীয় নির্বাচন

সঠিক উত্তর :(ক) সুষ্ঠু নির্বাচনের

২২. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কিসের গুরুত্ব অপরিসীম?

(ক) স্থানীয় প্রশাসনের

(খ) ক্ষমতা দখলের

(গ)নির্বাচনের

(ঘ) ভোট কারচুপির

সঠিক উত্তর :(গ) নির্বাচনের

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে