শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইইউবিএটিতে ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

ম শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ জুন ২০২১, ০০:০০

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ডিবেটিং ক্লাব, ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি কর্তৃক আয়োজিত ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতার বাংলা সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে গত ৯ জুন রাত ৯টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ডিএফআইর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে সম্প্রচার করা হয়। প্রতিযোগিতায় অসাধারণ বক্তব্যের জন্য চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মামুনুজ্জামান স্নিগ্ধ। বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অনিরুদ্ধ মজুমদার হন প্রথম রানারআপ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুমনা আকতার জান্নাত হন দ্বিতীয় রানারআপ। প্রতিযোগিতার বিষয় ছিল, 'ভবিষ্যতের বাংলাদেশ'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিজয় লাল বসু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে