শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের সভা

পাবিপ্রবি প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৩৭তম (জরুরি) সভা ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম রোস্তম আলীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাস পরীক্ষার বিষয়ে এই সভায় আলোচনা হয়। প্রফেসর ডক্টর এম রোস্তম আলী বলেন, বিভাগসমূহে অনলাইনে ক্লাস চলমান থাকবে। বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাসমূহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে শেষ করতে হবে। তবে ঘোষিত পরীক্ষাসমূহের বিষয়ে আগামী ০৬/০২/২০২২ খ্রি. তারিখের পরে নতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগসমূহ সিদ্ধান্ত গ্রহণ করবে। হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী স্টেশন ত্যাগ করতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের যানবাহনসমূহ চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে