শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নবম অধ্যায়

১০১. জনসংখ্যা পুনর্বণ্টনের মাধ্যমে-

(র) বেকার সমস্যা প্রকট হবে

(রর) জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে

(ররর) জীবনযাত্রার মানের উন্নয়ন হবে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

১০২. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি-

(র) সামাজিক উন্নয়নের জন্য

(রর) রাজনৈতিক উন্নয়নের জন্য

(ররর) অর্থনৈতিক উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও :

বুলবুল হোসেনের কোনো অক্ষর জ্ঞান নেই। তাই ঠগবাজ ও প্রতারকরা তার সাথে সহজেই প্রতারণা করে। সে সমাজের খারাপ লোকদের চিনতে ও চিহ্নিত করতে পারে না।

১০৩. বুলবুল কোন ধরনের সমস্যায় আক্রান্ত?

(ক) নিরক্ষরতা (খ) দারিদ্র্য

(গ) সামাজিক অনিয়ম (ঘ) বেকারত্ব

সঠিক উত্তর : (ক) নিরক্ষরতা

১০৪. বুলবুল যে সমস্যায় আক্রান্ত তা ক্ষতিকর-

(র) রাষ্ট্রের জন্য (রর) সমাজের জন্য (ররর) ব্যক্তির জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১০৫. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন-

(র) খাদ্যের উৎপাদন বৃদ্ধি (রর) ক্রয়ক্ষমতা বৃদ্ধি

(ররর) সাহায্য বা অনুদান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১০৬. খাদ্য নিরাপত্তাহীনতার কারণ হলো-

(র) শস্যজাতীয় খাবারের ওপর কম নির্ভরতা

(রর) জনগণের স্বল্প আয়

(ররর) কম উৎপাদন

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও:

গনি মিয়ার বাড়ি মেঘনার পার। বর্তমানে মেঘনাকে কেন্দ্র করে বিভিন্ন অপরিকল্পিত কলকারখানা গড়ে উঠেছে। এসব কলকারখানার বর্জ্য পদার্থ নদীর পানিতে মিশে নদীর পানি দূষিত হচ্ছে। অন্যদিকে চাষিরা জমিতে কীটনাশক, সার ইত্যাদি ব্যবহারের কারণেও নদীর পানি দূষিত হচ্ছে।

১০৭. গনি মিয়ার এলাকায় বর্তমান পরিস্থিতি কোন বিষয়টিকে ইঙ্গিত করে?

(ক) সভ্যতার অবক্ষয় (খ) পরিবেশগত দুর্যোগ

(গ) সামাজিক অবক্ষয় (ঘ) বায়ুদূষণ

সঠিক উত্তর :(খ) পরিবেশগত দুর্যোগ

১০৮. গনি মিয়ার এলাকায় পরিবেশ দূষণের ফলে কী ঘটতে পারে?

(ক) জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে

(খ) সভ্যতার অবক্ষয় হতে পারে

(গ) সংস্কৃতির ক্ষতি হতে পারে

(ঘ) মানুষের আচরণগত বৈসাদৃশ্য দেখা দিতে পারে

সঠিক উত্তর :(ক) জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে

১০৯. পরিবেশগত দিক থেকে যে সব কারণে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে-

(র) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

(রর) বনাঞ্চল বৃদ্ধি

(ররর) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ১১০ ও ১১১নং প্রশ্নের উত্তর দাও :

পরী স্কুল থেকে ফেরার পথে রাস্তায় একটি ছেলে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। একদিন ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু পরী তা প্রত্যাখ্যান করলে ছেলেটি তার ওপর এসিড নিক্ষেপ করে।

১১০. অনুচ্ছেদে কীসের চিত্র ফুটে উঠেছে?

(ক) নারী নির্যাতন (খ) নারীর অসম্মান

(গ) নারীর পরাধীনতা (ঘ) নারীর অমর্যাদা

সঠিক উত্তর : (ক) নারী নির্যাতন

১১১. অনুচ্ছেদে উলিস্নখিত পরীর মতো নারীদের রক্ষার ক্ষেত্রে করণীয়-

(র) আইনের কঠোর প্রয়োগ (রর) আইনী সহায়তা

(ররর) জনসংখ্যা হ্রাস

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :(ক) র ও রর

১১২. নারী নির্যাতন রোধ করতে একজন সচেতন নাগরিকের করণীয় হলো-

(র) নারীদের মানুষ হিসেবে মূল্যায়ন করা

(রর) নারীদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করা

(ররর) নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১১৩. শিক্ষিত নারীদের অবস্থা কিছুটা উন্নত হলেও সামগ্রিকভাবে নারীরা এখনো-

(র) অসহায় (রর) অবহেলিত

(ররর) নির্যাতিত

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে