সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হেপাটাইটিস বি পরীক্ষা ৪ আগস্ট

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ আগস্ট ২০২৩, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রোট্যারেক্ট ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম মার্কেট সংলগ্ন ক্লাবটির কার্যালয়ে ২৮ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ৪ আগস্ট আয়োজন করা হচ্ছে 'ফ্রি হেপাটাইটিস পরীক্ষা-২০২৩। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা করা হবে। পাশাপাশি ১২ শতাংশ ছাড়ে সবার জন্য ভ্যাকসিন প্রদান করা হবে। টিকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোট্যারেক্ট ক্লাব শিক্ষার্থীদের আত্মোন্নয়নমূলক ও সামাজিক কাজে নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে