সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০২ আগস্ট ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায়

৫০। সাত শতকের লেখকরা কোন জনপদের বর্ণনা করেছেন?

(ক) হরিকেল (খ) নাব্য

(গ) বঙ্গ (ঘ) পুন্ড্র

উত্তর :(ক) হরিকেল

৫১। কুমিলস্নার প্রাচীন নাম কী?

(ক) হরিকেল (খ) সমতট

(গ) বরেন্দ্র (ঘ) ত্রিপুরা

উত্তর : (ঘ) ত্রিপুরা

৫২। অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছে-

র. গৌড় জনপদ রর. মগধ জনপদ ররর. কলিঙ্গ জনপদ

\হনিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(গ) রর ও ররর

৫৩। চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?

(ক) বলস্নব সেন (খ) ত্রৈলোক্যচন্দ্র

(গ) গোপাল (ঘ) ধর্মপাল

উত্তর : (খ) ত্রৈলোক্যচন্দ্র

৫৪। বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উলেস্নখ আছে?

(ক) পুন্ড্র (খ) মারমা

(গ) বঙ্গ (ঘ) বাঙালি

উত্তর : (ক) পুন্ড্র

৫৫। বিক্রমপুর ও নাব্য কীসের নাম?

(ক) দুটি অঞ্চলের নাম (খ) দুটি গোত্রের নাম

(গ) দুটি উপজাতির নাম (ঘ) দুটি গ্রামের নাম

উত্তর :(ক) দুটি অঞ্চলের নাম

৫৬। উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?

(ক) মেঘনা (খ) ত্রিপুরা

(গ) বিক্রমপুর (ঘ) পদ্মা

উত্তর : (ঘ) পদ্মা

৫৭। অনুমান করা হয় বঙ্গ একটি-

(ক) অঞ্চলের নাম (খ) গোত্রের নাম

(গ) জাতির নাম (ঘ) উপজাতির নাম

উত্তর : (গ) জাতির নাম

৫৮। গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো-

(ক) পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন

(খ) উন্নত যন্ত্রপাতি আবিষ্কার

(গ) সামাজিক পরিবর্তন

(ঘ) সভ্যতার উৎকর্ষ সাধন

উত্তর : (ক) পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন

৫৯। কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?

(ক) বরেন্দ্র (খ) হরিকেল

(গ) বঙ্গ (ঘ) পুন্ড্র

উত্তর :(গ) বঙ্গ

৬০। প্রাচীন যুগের ছোট অঞ্চলগুলোর শাসনব্যবস্থা কেমন ছিল?

(ক) স্বাধীন (খ) কেন্দ্রীয়

(গ) স্বায়ত্তশাসিত (ঘ) প্রাদেশিক

উত্তর : (ক) স্বাধীন

চতুর্থ অধ্যায়

১। কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়?

(ক) ৩২০ খ্রিষ্টাব্দে (খ) ৩২১ খ্রিষ্টাব্দে

(গ) ৩২২ খ্রিষ্টাব্দে (ঘ) ৩২৩ খ্রিষ্টাব্দে

উত্তর : (ক) ৩২০ খ্রিষ্টাব্দে

২। শশাংক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-

র. পুষ্যভুতিদের দমন করতে

রর. মৌখরিদের দমন করতে

ররর. রাজ্যশ্রীকে বন্ধী করতে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয় আসছে। কিন্তু অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান সুমনের শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে দুর্জয়ের নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়।

৩। রায়গঞ্জের বিদ্রোহী নেতা দুর্জয়ের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়?

(ক) ভীম (খ) দিব্য

(গ) দ্বিতীয় মহীপাল (ঘ) বিগ্রহ পাল

উত্তর :(খ) দিব্য

৪। চেয়ারম্যান সুমনের মতো উক্ত নেতার ক্ষমতা চু্যতির কারণ-

র. বিদ্রোহ দমনে ব্যর্থতা

রর. শাসক হিসেবে অদক্ষতা

ররর. জনগণের সমস্যা সমাধানে অপারগতা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(ঘ) র, রর ও ররর

৫। গুপ্তদের রাজধানী ছিল কোথায়?

(ক) ময়নামতি (খ) সোমপুর

(গ) মহাস্থানগড় (ঘ) বরেন্দ্র

উত্তর :(গ) মহাস্থানগড়

৬। শত্রম্ন ধ্বংসকারী কথাটি অধিক যুক্তিযুক্ত?

(ক) গোপাল (খ) বপ্যট

(গ) শশাঙ্ক (ঘ) লক্ষণ সেন

উত্তর :(খ) বপ্যট

৭। বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক হিসেবে নিচের কোন

নামটি সমর্থনযোগ্য?

(ক) ধর্মপাল (খ) রামপাল

(গ) গোপাল (ঘ) দেবপাল

উত্তর :(ঘ) দেবপাল

৮। রামপালের পরবর্তী শাসকগণ কেমন ছিলেন?

(ক) দুর্বল (খ) কর্মঠ

(গ) বুদ্ধিমান (ঘ) দক্ষ

উত্তর : (ক) দুর্বল

৯। দুর্বল উদ্যমহীন শাসকের মধ্যে কার নাম সমর্থনযোগ্য?

(ক) বিগ্রহপাল (খ) ধর্মপাল

(গ) নারায়ণপাল (ঘ) গোপাল

উত্তর :(ঘ) গোপাল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে