সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

১৪। ১৯৪৮ খ্রিষ্টাব্দের মে মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন?

ক) সেবা করার জন্য

খ) সমঝোতা করার জন্য

গ) নতুন রাজনৈতিক দল গঠনের জন্য

ঘ) পরামর্শ করার জন্য

উত্তর :গ) নতুন রাজনৈতিক দল গঠনের জন্য

১৫। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার সবচেয়ে পুরাতন দল?

ক) মুসলীম লীগ

খ) কৃষক-শ্রমিক পার্টি

গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস

ঘ) পিপলস পার্টি অব পাকিস্তান

উত্তর : ক) মুসলীম লীগ

১৬। পাকিস্তানি দুই অংশের মধ্যে মিল ছিল না-

র) ইতিহাস রর) ঐতিহ্য ররর) ভাষা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১৭। কোন দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?

ক) ন্যাপ খ) কমিউনিস্ট

গ) জাসদ ঘ) আওয়ামী লীগ

উত্তর :ঘ) আওয়ামী লীগ

১৮। কীসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার ধারা সৃষ্টি হয়?

ক) ভাষা আন্দোলনের মাধ্যমে

খ) ন্যায়বোধের মাধ্যমে

গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে

ঘ) ১৯৭০-এর নির্বাচনের মাধ্যমে

উত্তর :গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে

১৯। ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করে প্রকাশ করে কোনটি?

ক) এনা খ) নিউইয়র্ক টাইমস

গ) রয়টার্স ঘ) বাসাস

উত্তর : খ) নিউইয়র্ক টাইমস

২০। কারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে?

ক) মুসলীম লীগ খ) পাকিস্তান কংগ্রেস

গ) কৃষক-শ্রমিক পার্টি ঘ) নেজামে ইসলাম

উত্তর :ক) মুসলীম লীগ

২১। ফজলুল হকের ক্ষেত্রে মুসলীম লীগের দেওয়া কোন ঘোষণাটি সমর্থনযোগ্য?

ক) রাষ্ট্রদ্রোহী খ) রাজাকার

গ) আলবদর ঘ) বেইমান

উত্তর :ক) রাষ্ট্রদ্রোহী

২২। ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে-

র) আবদুল মতিন

রর) অলি আহাদ

ররর) গোলাম মাহাবুব

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

২৩। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা কোনটি?

ক) অসহযোগ আন্দোলন খ) ভাষা আন্দোলন

গ) শিক্ষা আন্দোলন ঘ) ফরায়েজী আন্দোলন

উত্তর :খ) ভাষা আন্দোলন

২৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হয়েছিল কীসের ভিত্তিতে?

ক) ভাষার ভিত্তিতে খ) সংস্কৃতির ভিত্তিতে

গ) ধর্মের ভিত্তিতে ঘ) ভূখন্ডের ভিত্তিতে

উত্তর :গ) ধর্মের ভিত্তিতে

২৫। মুসলিম লীগের সংস্কারপন্থি নেতাদের দ্বারা সৃষ্ট দলটির নাম কী?

ক) আওয়ামী লীগ খ) আজাদী লীগ

গ) আওয়ামী মুসলিম লীগ ঘ) নেজামে ইসলাম

উত্তর : গ) আওয়ামী মুসলিম লীগ

২৬। কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?

ক) খাজা নাজিম উদ্দিন খ) মুহাম্মদ আলী জিন্নাহ

গ) আইয়ুব খান ঘ) লিয়াকত আলী খান

উত্তর :ক) খাজা নাজিম উদ্দিন

২৭। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সূচনা কোনটি?

ক) একুশ দফা খ) ভাষা আন্দোলন

গ) শিক্ষা আন্দোলন ঘ) ছয় দফা আন্দোলন

উত্তর :খ) ভাষা আন্দোলন

২৮। বাংলার ইতিহাসে প্রথম সফল বিরোধী দল কোনটি?

(ক) আওয়ামী মুসলিম লীগ (খ) কংগ্রেস

(গ) আওয়ামী লীগ (ঘ) কৃষক-প্রজা পার্টি

উত্তর :(ক) আওয়ামী মুসলিম লীগ

২৯। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান খ) কামরুল হাসান

গ) মইনুল হোসেন ঘ) শিব নারায়ণ চক্রবর্তী

উত্তর :ক) হামিদুর রহমান

৩০। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন?

ক) সংবিধান খ) আদালত

গ) মানুষের বিবেক ঘ) জাতীয় সংসদ

উত্তর :ক) সংবিধান

৩১। পড়ঢ়-এর পূর্ণ নাম কী?

ক) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু

খ) পড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃব ঢ়ধৎঃু

গ) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃব ঢ়ধৎঃু

ঘ) পড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু

উত্তর :ক) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু

৩২। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো-

র) মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ

রর) দমন নীতি

ররর) বাংলা ভাষার অবমাননা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

হোসেনপুর ইউনিয়নের নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কামাল হোসেন প্রভাবশালী ব্যক্তি। উক্ত ব্যক্তিকে পরাজিত করার জন্য বাকি ৪ জন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে কামাল হোসেন ব্যাপক ভোটে পরাজিত হন।

৩৩। উদ্দীপকের সঙ্গে কোন সালের নির্বাচনের মিল রয়েছে?

ক) ১৯৪৫ খ) ১৯৫০

গ) ১৯৫৪ ঘ) ১৯৫৭

উত্তর :গ) ১৯৫৪

৩৪। উক্ত নির্বাচনে জোটবদ্ধ দলের নাম কী?

ক) যুক্তফ্রন্ট খ) গণফ্রন্ট

গ) মুসলিম লীগ ঘ) কমিনিস্ট

উত্তর :ক) যুক্তফ্রন্ট

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে