রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দ্বিতীয় অধ্যায়

৭. 'স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করা হলো চিকিৎসা সমাজকর্ম।'- উক্তিটি কার?

ক) ডঐঙ ঝঃধঃরংঃরপধষ ণবধৎ ইড়ড়শ

খ) ঝড়পরড়ষড়মরপধষ ণবধৎ ইড়ড়শ

গ) ঝড়পরধষ ডবষভধৎব ণবধৎ ইড়ড়শ

ঘ) ঝড়পরধষ ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ

উত্তর : ঘ) ঝড়পরধষ ডড়ৎশ ণবধৎ ইড়ড়শ

৮. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ করা হয় কত সালে?

ক) ১৯৮৪ সালে খ) ১৯৯০ সালে

গ) ১৯৯৫ সালে ঘ) ১৯৯৮ সালে

উত্তর : ক) ১৯৮৪ সালে

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৯-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিল্পাঞ্চলখ্যাত সাভারে প্রায়ই গার্মেন্ট শ্রমিকরা মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, নিরাপদ কাজের পরিবেশ ইত্যাদির জন্য রাস্তা অবরোধ করে আন্দোলন করে থাকেন। কখনো কখনো তা সহিংসতায় রূপ নেয়।

৯. উদ্দীপকে উলিস্নখিত শ্রমিকদের সমস্যা নিরসনে সমাজকর্মের কোন শাখা কাজ করে?

ক) চিকিৎসা সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম

গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মের

উত্তর :গ) শিল্প সমাজকর্ম

১০. উক্ত শাখার মূল বিবেচ্য বিষয় কী?

ক) শিল্প দুর্ঘটনা হ্রাস খ) মজুরি বৃদ্ধি

গ) বিনিয়োগ বৃদ্ধি ঘ) উৎপাদিত পণ্যের মানোন্নয়ন

উত্তর : খ) মজুরি বৃদ্ধি

১১. উক্ত শাখায় নিয়োজিত সমাজকর্মী তার কাজের ক্ষেত্রে-

\হর. সমন্বয় সাধনের কাজ করেন

রর. সচেতনতা বৃদ্ধি করেন

ররর. বেতন-ভাতা নির্ধারণ করেন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১২. শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমাজকর্মের কোন শাখা কাজ করে?

ক) চিকিৎসা সমাজকর্ম খ) স্কুল সমাজকর্ম

গ) শিল্প সমাজকর্ম ঘ) ক্লিনিক্যাল সমাজকর্ম

উত্তর : খ) স্কুল সমাজকর্ম

১৩. বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম কর্মসূচি বন্ধ হয়ে যায় কত সালে?

ক) ১৯৭০ সালে খ) ১৯৮০ সালে

গ) ১৯৮২ সালে ঘ) ১৯৮৪ সালে

উত্তর : ঘ) ১৯৮৪ সালে

১৪. ক্লিনিক্যাল সমাজকর্ম কীভাবে কাজ করে?

ক) স্তরায়িত পরিকল্পনার মাধ্যমে

খ) কেস স্টাডি অধ্যায়ন করে

গ) বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে

ঘ) সম্পদের গতিশীলতার মাধ্যমে

\হউত্তর : গ) বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে

১৫. বিদ্যালয় সমাজকর্মের সূত্রপাত হয় কোথায়?

ক) ইংল্যান্ডে খ) আমেরিকায়

গ) জাপানে ঘ) জার্মানিতে

উত্তর : খ) আমেরিকায়

১৬. সমাজকর্মের কোন পদ্ধতির উপর ভিত্তি করে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে?

ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম

গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সামাজিক গবেষণা

উত্তর : ক) ব্যক্তি সমাজকর্ম

১৭. সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম কোথায় বিকাশ লাভ করে?

ক) চীনে খ) যুক্তরাজ্যে

গ) যুক্তরাষ্ট্রে ঘ) জাপানে

উত্তর : গ) যুক্তরাষ্ট্রে

১৮. বাংলাদেশ হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়-

র. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে

রর. সমাজসেবা অধিদপ্তরের অধীনে

ররর. বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১৯. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম শুরু হয় কাদের সহযোগিতায়?

ক) রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ

খ) জাতিসংঘ ও রেডক্রস

গ) জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঘ) রেড ক্রিসেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তর : খ) জাতিসংঘ ও রেডক্রস

নিচের উদ্দীপকটি পড়ে এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আশফাক ষষ্ঠ শ্রেণির ছাত্র। ইদানীং তার ক্লাস করতে ভালো লাগে না। পড়াশোনাতেও মনোযোগ নেই। আবার সুযোগ পেলে সে স্কুলও ফাঁকি দেয়। অথচ কিছুদিন আগেও তার আচরণ এরকম ছিল না।

২০. সমাজকর্মের কোন শাখার মাধ্যমে আশফাকের সমস্যার সমাধান দেওয়া যেতে পারে?

ক) ক্লিনিক্যাল সমাজকর্ম খ) চিকিৎসা সমাজকর্ম

গ) সাইকিয়াট্রিক সমাজকর্ম ঘ) বিদ্যালয় সমাজকর্ম

উত্তর :ঘ) বিদ্যালয় সমাজকর্ম

২১. সমাজকর্মের উক্ত শাখার কাজ হলো-

র. লেখাপড়াতে অমনোযোগী ছাত্রকে শাস্তি প্রদান

রর. স্কুলের পরিবেশে ছাত্রকে খাপ খাওয়াতে সাহায্য প্রদান

ররর. জনগণকে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে জ্ঞান দান

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে