রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

ত্রয়োদশ অধ্যায়

৪৫। বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন?

(ক) বাঙালি জাতিকে মেধাশূন্য করতে

(খ) যুদ্ধে জয়লাভ করতে

(গ) বাঙালি জাতিকে কলঙ্কিত করতে

(ঘ) নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে

উত্তর : (ক) বাঙালি জাতিকে মেধাশূন্য করতে

৪৬। পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যে কারণে-

(র) বঙ্গবন্ধুর নির্দেশে

(রর) বাংলাদেশকে শত্রম্নমুক্ত করতে

(ররর) স্বাধীনতা অর্জনের জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

৪৭। অপরাজেয় বাংলা কাদের প্রেরণার উৎস হয়ে আছে?

(ক) শ্রমিকের (খ) ছাত্র সমাজের

(গ) কৃষকের (ঘ) শিক্ষকদের

উত্তর : (খ) ছাত্র সমাজের

৪৮। মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদ জীবন দিয়েছেন কেন?

(ক) বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য

(খ) দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য

(গ) পাকিস্তানিদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য

(ঘ) দেশের অর্থনৈতিক মুক্তির জন্য

উত্তর : (ক) বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য

৪৯। আলতাফ মাহমুদের ক্ষেত্রে কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) কবি (খ) সুরকার

(গ) সাংবাদিক (ঘ) গীতিকার

উত্তর : (খ) সুরকার

৫০। স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?

(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

(খ) মণি সিংহ

(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(ঘ) মওলানা ভাসানী

উত্তর : (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৫১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন-

(ক) তাজউদ্দীন আহমদ (খ) মনসুর আলী

(গ) শেখ মুজিবুর রহমান (ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর : (ক) তাজউদ্দীন আহমেদ

৫২। ২৫ মার্চ পাক বাহিনী হামলা চালায়

(র) কাঁঠালবাগান (রর) ইন্দিরা রোড (ররর) মিরপুর

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

৫৩। সিরাজউদ্দীন হোসেনের ক্ষেত্রে কোনটি সামঞ্জস্য?

(ক) সাংবাদিক (খ) গীতিকার

(গ) নাট্যকার (ঘ) লেখক

উত্তর : (ক) সাংবাদিক

৫৪। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ?

(ক) নেপাল (খ) যুক্তরাষ্ট্র

(গ) রাশিয়া (ঘ) ইরাক

উত্তর : (গ) রাশিয়া

৫৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বাধীনতা ঘোষণা করেন?

(ক) ২৬ মার্চ ১৯৭১ (খ) ২৭ মার্চ ১৯৭১

(গ) ২৮ মার্চ ১৯৭১ (ঘ) ২৯ মার্চ ১৯৭১

উত্তর : (ক) ২৬ মার্চ ১৯৭১

৫৬। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন?

(ক) ১০ এপ্রিল ১৯৭১ (খ) ১৭ এপ্রিল ১৯৭১

(গ) ২০ এপ্রিল ১৯৭১ (ঘ) ২৭ এপ্রিল ১৯৭১

উত্তর : (খ) ১৭ এপ্রিল ১৯৭১

৫৭। ইয়াহিয়া খান কখন জাতির উদ্দেশে ভাষণ দেন?

(ক) ২৮ মার্চ১৯৭০ (খ) ২৯ মার্চ ১৯৭০

(গ) ২৬ মার্চ ১৯৭১ (ঘ) ২৭ মার্চ ১৯৭১

উত্তর : (ক) ২৮ মার্চ ১৯৭০

৫৮। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কারাগারে ছিলেন?

(ক) ৩ মাস (খ) ৬ মাস

(গ) ৯ মাস (ঘ) ১০ মাস

উত্তর : (গ) ৯ মাস

৫৯। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে বাঙালির কীসের বিজয় ঘটে?

(ক) স্বায়ত্তশাসনের (খ) জাতীয়তাবাদের

(গ) স্বাতন্ত্র্যবাদের (ঘ) অর্থনৈতিক মুক্তি

উত্তর : (খ) জাতীয়তাবাদের

৬০। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে?

(ক) ২৬ মার্চ (খ) ১৪ নভেম্বর

(গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর

উত্তর : (ঘ) ১৬ ডিসেম্বর

৬১। মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরিত করা হয় কেন?

(ক) শেখ মুজিবুর রহমানের নির্দেশে

(খ) পাকবাহিনীর হামলা থেকে রক্ষা পেতে

(গ) ভারত সরকারের আমন্ত্রণে

(ঘ) সোভিয়েত ইউনিয়নের পরামর্শে

উত্তর : (খ) পাকবাহিনীর হামলা থেকে রক্ষা পেতে

৬২। অপরাজেয় বাংলা মূর্ত প্রতীক-

(র) বাঙালির প্রতিবাদী মনোভাব

(রর) মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার

(ররর) শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও :

পলাশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিল ফুটবল খেলা দেখতে। সেখানে বঙ্গবন্ধুর বিশাল ছবি তাকে স্বাধীনতাযুদ্ধের কথা এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা মনে করিয়ে দেয়।

৬৩। আলোচ্য মহান নেতা জীবনের ১২ বছর কোথায় কাটিয়েছেন?

(ক) কারাগারে (খ) পাকিস্তানে

(গ) বিদেশে (ঘ) ক্যান্টনমেন্টে

উত্তর : (ক) কারাগারে

৬৪। উক্ত নেতার বিশেষ অবদান ছিল-

(র) ভাষা আন্দোলনে

(রর) ৬ দফা আন্দোলনে

(ররর) ৬৯'র গণঅভু্যত্থানে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে