রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং

ফাহাদ হোসেন, সহকারী শিক্ষক ফিন্যান্স ও ব্যাংকিং, শেখ রাসেল ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রূপগঞ্জ
  ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০

মডেল টেস্ট-০১

১.পরিবারের ব্যয়ের তুলনায় আয় বেশি হলে অতিরিক্ত অর্থ কী করা হয়ে থাকে?

ক) বিনিয়োগ খ) সঞ্চয়

গ) ঋণ প্রদান ঘ) ভোগ

উত্তর: খ) সঞ্চয়

২. ওউই-এর পূর্ণরূপ কী?

ক) ওংষধসরপ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ

খ) ওহফরধ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ

গ) ওহাবংঃসবহঃ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ

ঘ) ওহপড়সব উবাবষড়ঢ়সবহঃ ইধহশ

উত্তর: ক) ওংষধসরপ উবাবষড়ঢ়সবহঃ ইধহশ

৩. কোন দশকে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়?

ক) ১৯৩০-এর দশক

খ) ১৯৪০-এর দশক

গ) ১৯৫০-এর দশক

ঘ) ১৯৬০-এর দশক

উত্তর: খ) ১৯৪০-এর দশক

৪. মালিকের অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি?

ক) ঋণপত্র খ) লিজিং

গ) ঋণ ঘ) শেয়ার

উত্তর: ঘ) শেয়ার

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আরাফাত সাহেব তার প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারগণের নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকেন। এ বছর তার প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত কম লভ্যাংশ হয় এবং শেয়ারহোল্ডারগণকে লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হন।

৫.আরাফাত সাহেবের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?

ক) সরকারি খ) বেসরকারি

গ) পাবলিক কোম্পানি ঘ) প্রাইভেট কোম্পানি

উত্তর: গ) পাবলিক কোম্পানি

৬. উদ্দীপকের আরাফাত সাহেবের কী করণীয় ছিল?

ক) লভ্যাংশ প্রদান বন্ধ করা

খ) বেশি বিক্রয় করা

গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করা

ঘ) ব্যবসায়ে শেয়ারহোল্ডার কমানো

উত্তর: গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করা

৭. নিচের কোনটি বহিস্থ তহবিলের উৎস নয়?

ক) অবণ্টিত মুনাফা খ) ব্যাংক ঋণ

খ) প্রদেয় বিল ঘ) বন্ড বিক্রয়

উত্তর: ক) অবণ্টিত মুনাফা

৮. মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে-

র. মেয়াদকে ১২ দিয়ে গুণ করতে হয়

রর. সুদের হারকে ১২ দিয়ে ভাগ করতে হয়

ররর. মেয়াদকে ১২ দিয়ে ভাগ করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর

গ) রর, ররর ঘ) র, রর, ররর

উত্তর: ক) র, রর

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫ বছর পর ৯০,০০০ টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক (ক) তোমাকে বার্ষিক ১০.৫% হার সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক (খ) তোমাকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

৯. ব্যাংক 'ক'-এর ক্ষেত্রে বর্তমানে কত টাকা জমা দিতে হবে?

ক) ৫০,০০০ টাকা খ) ৫২,৭৫০ টাকা

গ) ৫৩,৬৪৫ টাকা ঘ) ৫৪,৬৪৪ টাকা

উত্তর: ঘ) ৫৪,৬৪৪ টাকা

১০. ব্যাংক 'খ'-এর কাছে কত টাকা জমা দিলে ভবিষ্যতে ৯০,০০০ টাকা পাওয়া যাবে?

ক) ৫০,৩০০ টাকা খ) ৫২,৯০০ টাকা

গ) ৫৬, ১৪৫ টাকা ঘ) ৫৩,৯০০ টাকা

উত্তর: গ) ৫৬, ১৪৫ টাকা

১১. অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য হলো-

র. অপরিমাপযোগ্য

রর. সব ঝুঁকিই অনিশ্চয়তা

ররর. সব অনিশ্চয়তাই ঝুঁকি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

১২. সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে কী বলা হয়?

ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি

গ) সুদ হারের ঝুঁকি ঘ) তারল্য ঝুঁকি

উত্তর: গ) সুদ হারের ঝুঁকি

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. রাজ্জাক তার একটি বিনিয়োগ থেকে গত চার বছর শতকরা ১৮, ১৫, ১৭, ও -১০ হারে আয় করেন।

১৩. আদর্শ বিচু্যতির বড় মান কী নির্দেশ করে?

ক) কম ঝুঁকি খ) মধ্যম ঝুঁকি

গ) অধিক ঝুঁকি ঘ) অধিক অনিশ্চয়তা

উত্তর: গ) অধিক ঝুঁকি

১৪. মি. রাজ্জাকের বিনিয়োগটিতে ঝুঁকির পরিমাণ কত?

ক) ৬.৭৮% খ) ৭.৭৬%

গ) ৮.৭৬% ঘ) ১৩.৭৬%

উত্তর: ঘ) ১৩.৭৬%

১৫. ইধৎঃবৎ ঝুংঃবস কী?

ক) চাহিদার প্রয়োজনে দ্রব্য

খ) আদিম জীবন ব্যবস্থা

গ) সনাতন জীবন ব্যবস্থা

ঘ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য

উত্তর: ঘ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য

মডেল টেস্ট-০২

১.৩,০০,০০০ টাকা বিনিয়োগে নিট মুনাফা ১৮.৭ লক্ষ টাকা এবং অপচয় ৩৫.৩ লক্ষ টাকা হলে নগদ প্রবাহের পরিমাণ কত?

ক) ১৭ লক্ষ টাকা খ) ৩৫.৩ লক্ষ টাকা

গ) ৫৬ লক্ষ টাকা ঘ) ৫৪ লক্ষ টাকা

উত্তর: ঘ) ৫৪ লক্ষ টাকা

২. মূলধন বাজেটিং-এর অধিকাংশ অনুমান কোন প্রেক্ষিতে করা হয়?

ক) বর্তমানের প্রেক্ষিতে খ) অতীতের প্রেক্ষিতে

গ) ভবিষ্যতের প্রেক্ষিতে ঘ) সবক'টি

উত্তর: গ) ভবিষ্যতের প্রেক্ষিতে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে