রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

পঞ্চদশ অধ্যায়

১। কে 'ইনডেমনিটি অধ্যাদেশ ১৯৭৫' জারি করেন?

(ক) খন্দকার মোশতাক আহমেদ

(খ) জেনারেল জিয়াউর রহমান

(গ) ব্রিগেডিয়ার খালেদ মোশারফ

(ঘ) বিচারপতি সায়েম

সঠিক উত্তর :(ক) খন্দকার মোশতাক আহমেদ

২। ক্ষমতা সুসংহতকরণে জেনারেল জিয়াউর রহমানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-

(র) সামরিক বাজেট বৃদ্ধি করা

(রর) অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকান্ডের সূচনা করা

(ররর) 'সার্ক' গঠনের উদ্যোগ গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় এসে তার সমভাবাপন্ন ব্যক্তি কর্তৃক সংঘটিত গণহত্যা, অসাংবিধানিক ক্ষমতা দখল ইত্যাদি অবৈধ কাজের নিরাপত্তা ও বৈধতা দেয় এবং একই সঙ্গে তার অপরাধের বিচারের পথ রুদ্ধ করে সংসদে আইনও পাস করে।

৩। উদ্দীপকের কর্মকান্ড বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

(ক) প্রথম (খ) দ্বিতীয়

(গ) চতুর্থ (ঘ) পঞ্চম

সঠিক উত্তর : (ঘ) পঞ্চম

৪। এ সংশোধনীর মাধ্যমে-

(র) আইনের শাসন রুদ্ধ হয়

(রর) বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়

(ররর) সামাজিক জীবন বাধাগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

\হসঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৫। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) কাঠমান্ডুতে (খ) ঢাকায়

(গ) নয়াদিলিস্নতে (ঘ) ইসলামাবাদে

সঠিক উত্তর :(খ) ঢাকায়

৬। এরশাদ কার পথ অনুসরণ করতেন?

(ক) বঙ্গবন্ধুর (খ) সাত্তারের

(গ) জিয়ার (ঘ) মোশতাকের

সঠিক উত্তর :(গ) জিয়ার

৭। এরশাদ কীভাবে নিজেকে জনদরদি নেতা হিসেবে উপস্থাপনের চেষ্ট করেছেন?

(ক) নানাভাবে (খ) সহযোগিতার মাধ্যমে

(গ) সেবা করার মাধ্যমে (ঘ) উন্নয়ন কাজের মাধ্যমে

সঠিক উত্তর : (ক) নানাভাবে

৮। জিয়াউর রহমানকে কখন হত্যা করা হয়?

(ক) ২৮ মে ১৯৮১ (খ) ২৯ মে ১৯৮১

(গ) ৩০ মে ১৯৮১ (ঘ) ৩১ মে ১৯৮১

সঠিক উত্তর : (গ) ৩০ মে ১৯৮১

৯। জিয়া স্বাধীনতাবিরোধী শাহ আজিজকে কোন পদে নিয়োগ দেন?

(ক) প্রধানমন্ত্রী (খ) অর্থমন্ত্রী

(গ) বাণিজ্যমন্ত্রী (ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী

সঠিক উত্তর : (ক) প্রধানমন্ত্রী

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশের সামরিক অফিসাররা একসময় সামরিক অভু্যত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেন। পরবর্তীতে তারা তাদের ক্ষমতা আসার পদ্ধতিকে বৈধতা প্রদান করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে।

১০। উদ্দীপকে কোন সামরিক শাসকের কার্য ফুটে উঠেছে?

(ক) জিয়াউর রহমানের (খ) খন্দকার মোশতাকের

(গ) খালেদ মোশারফের (ঘ) জেনারেল এরশাদের

\হসঠিক উত্তর :(খ) খন্দকার মোশতাকের

১১। উক্ত শাসকের ইনডেমনিটি জারি করার কারণ-

(র) বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করা

(রর) খন্দকার মোশতাককে রক্ষা করা

(ররর) তাহেরের হত্যা নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :(খ) র ও রর

১২। জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য-

(র) তিনি মুক্তিযোদ্ধা ছিলেন

(রর) বঙ্গবন্ধু তাকে বীর-উত্তম উপাধি দেন

(ররর) তিনি উচ্চাভিলাষী ছিলেন

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৩। সাত্তার মন্ত্রিসভা বাতিল করেন কেন?

(ক) ব্যক্তিগত কারণে (খ) দুর্নীতির কারণে

(গ) রাজনৈতিক কারণে (ঘ) সামাজিক কারণে

সঠিক উত্তর : (খ) দুর্নীতির কারণে

১৪। সংবিধানে ৮নং সংশোধনী আনার যথার্থ কারণ কোনটি?

(ক) দেশের উন্নয়ন

(খ) আইনের শাসন প্রতিষ্ঠা

(গ) ব্যক্তিগত স্বার্থ হাসিল

(ঘ) রাজনৈতিক উদ্দেশ্য সাধন

সঠিক উত্তর : (ঘ) রাজনৈতিক উদ্দেশ্য সাধন

১৫। এরশাদবিরোধী আন্দোলনকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) ছাত্ররা (খ) কৃষকরা

(গ) শিক্ষকরা (ঘ) পুলিশরা

সঠিক উত্তর :(ক) ছাত্ররা

১৬। জিয়ার আমলে পৃষ্ঠপোষকতা লাভ করে-

(র) আমদানিনির্ভর অর্থনীতি (রর) রপ্তানিনির্ভর অর্থনীতি

(ররর) বিদেশি সাহায্য

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১৭। নূর হোসেন কখন নিহত হয়?

(ক) ১০ নভেম্বর ১৯৮৭ (খ) ১১ নভেম্বর ১৯৮৭

(গ) ১২ নভেম্বর ১৯৮৭ (ঘ) ১৩ নভেম্বর ১৯৮৭

সঠিক উত্তর : (ক) ১০ নভেম্বর ১৯৮৭

১৮। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কীভাবে?

(ক) রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে

(খ) বাণিজ্য চুক্তির মাধ্যমে (গ) ঋণদানের মাধ্যমে

(ঘ) বৈদেশিক চুক্তির মাধ্যমে

সঠিক উত্তর : (ক) রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে