সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইবির ১৭৩ শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেলেন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ১৭৩ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে 'সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট' (সিজেডএম) শিক্ষাবৃত্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১৫ অক্টোবর বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজের ২ জন, যশোর মেডিকেল কলেজের ২ জন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তির আওতায় পড়ালেখার খরচ বাবদ প্রতিমাসে ৪০০০ টাকা করে পাবেন এসব শিক্ষার্থী। অনুষ্ঠানে সিজেডএম'র হেড অব অপারেশন কাজী আহমেদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর মেডিকেল কলেজের প্রায় ৭০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে