রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে রিসার্চ কো-অর্ডিনেশন সেল উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং সেলের (ডিইউআরসিএমসি) উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স হলে ১৬ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলটির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত সেলের পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর জাহিদা গুলশানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের এবং রিসার্চ সেন্টারের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে