রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ঢাবিতে ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফরেনসিক সায়েন্স ও সাইকোলজি বিষয়ে শিক্ষার্থীদের বিস্তৃত ব্যবহারিক জ্ঞান প্রদানের লক্ষ্যে দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অপরাধবিজ্ঞান বিভাগে ২৪ এপ্রিল কর্মশালাটির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে দুদিনব্যাপী এ কর্মশালায় অপরাধ তদন্তে ব্যক্তির হাতের লেখা এবং শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণের নানা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজির পরিচালক মিরাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর প্রিয়াঙ্কা কাক্কার।

কর্মশালায় বক্তারা সুস্পষ্ট ও বাস্তবিক অনুসন্ধানের জন্য এবং অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য আধুনিক ও পরিবর্তনশীল বিভিন্ন ফরেনসিক পরীক্ষা পদ্ধতির বাস্তবিক ধারণা দেন। পাশাপাশি তাদের কার্যপ্রণালি এবং কার্যকারিতা সম্পর্কেও শিক্ষার্থীদের হাতে-কলমে বিস্তারিত শেখানো হয়। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে