মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৪. কোন সংস্থার মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?

ক. ইউনিসেফ খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গ. বিশ্বশ্রম সংঘ ঘ. ইউনিস্কো

উত্তর :খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৫. ১৯০৮ সালে কোন শহরে হাজার হাজার নারী শ্রমিক প্রতিবাদ সমাবেশ করে?

ক. লন্ডন খ. নিউ ইয়র্ক

গ. বার্লিন ঘ. মস্কো

উত্তর :খ. নিউ ইয়ক

১৬. বেগম রোকেয়ার জীবনাদর্শ অনুযায়ী ছাড়া

নারী জাতির দুঃখদুদর্শা দূর হবে না?

ক. বিয়ে ছাড়া খ. পর্দা ছাড়া

গ. রান্না ছাড়া ঘ. শিক্ষা ছাড়া

উত্তর :ঘ. শিক্ষা ছাড়া

১৭. আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ-

ক. বেকারত্ব ও কুসংস্কার খ. দারিদ্র্য ও অশিক্ষা

গ. বাল্য বিবাহ ও বহুবিবাহ ঘ. পণপ্রথা ও পর্দা প্রথা

উত্তর :খ. দারিদ্র্য ও অশিক্ষা

১৮. বিশ্বব্যাপী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে থেকে পালিত হয়ে আসছে?

ক. ১৮৫৭ সাল খ. ১৯০৮ সাল

গ. ১৯৭৭ সাল ঘ. ১৯৩৭ সাল

উত্তর :গ. ১৯৭৭ সাল

১৯. নারী-পুরুষের কীসের ব্যবধান কমাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস?

ক. সামাজিক ও অর্থনৈতিক খ. সামাজিক ও রাজনৈতিক

গ. অর্থনৈতিক ও রাজনৈতিক ঘ. শিক্ষা ও শ্রম

উত্তর :ক. সামাজিক ও অর্থনৈতিক

২০. শতবর্ষ আগে এ দেশে নারী-পুরুষের অধিকারে বিস্তর ব্যবধান ছিল। সে সময় নারী-পুরুষের সমতা বিষয়ে কে বলে গেছেন?

ক. কারা জেটকিন খ. কাজী নজরুল ইসলাম

গ. সুফিয়া কামাল ঘ. বেগম রোকেয়া

উত্তর :গ. সুফিয়া কামাল

২১. বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে কারা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে?

ক. ছেলেরা খ. যুবকেরা

গ. বয়স্করা ঘ. মেয়েরা

উত্তর :গ. বয়স্করা

২২. 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'-উক্তিটি করেছেন?

ক. বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন

খ. কবি নজরুল ইসলাম

গ. সুফিয়া কামাল

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :খ. কবি নজরুল ইসলাম

২৩. কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?

ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রম্নয়ারি

গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল

উত্তর :গ. ৮ ই মার্চ

২৪. বেগম রোকেয়া কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯২২ খ. ১৯৩২

গ. ১৯৪২ ঘ. ১৯৫২

উত্তর :খ. ১৯৩২

২৫. জার্মান নারী সমাজতাত্ত্বিকের নাম কী?

ক. ক্লারা জেটকিন খ. কারা জেকসন

গ. হিলারী ক্লিনটন ঘ. কারা জাইকা

উত্তর :ক. ক্লারা জেটকিন

২৬. একটা সময়ে বিদ্যালয়ে কাদের সংখ্যা কম ছিল?

ক. শিক্ষার্থীদের খ. শিক্ষকদের

গ. মেয়েদের ঘ. ছেলেদের

উত্তর :গ. মেয়েদের

২৭. নারী-পুরুষের অধিকার সম্পর্কে কোন কবি বলেছেন?

ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. আল-মাহমুদ ঘ. শামসুর রহমান

উত্তর : ক. কাজী নজরুল ইসলাম

২৮. প্রথম কোন নেত্রী ৮ মার্চকে নারী দিবস ঘোষণার প্রস্তাব দেন?

ক. ক্লারা জেটকিন খ. সুফিয়া কামাল

গ. বেগম রোকেয়া ঘ. লারা দত্ত

উত্তর :ক. ক্লারা জেটকিন

২৯. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?

ক. রংপুরে খ. বরিশালে

গ. ফরিদপুরে ঘ. পশ্চিম বাংলায়

উত্তর :ক. রংপুরে

৩০. কোথায় বেগম রোকেয়া একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

ক. ভাগলপুরে খ. রংপুরে

গ. পাবনায় ঘ. রাজশাহীতে

উত্তর :ক. ভাগলপুরে

৩১. বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮০ খ. ১৮৮১

গ. ১৮৮২ ঘ. ১৮৮৩

উত্তর :ক. ১৮৮০

৩২. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ কোনটি?

ক. কুশিক্ষা খ. কুসংস্কার

গ. যৌতুক ঘ. হীনম্মন্যতা

উত্তর :গ. যৌতুক

৩৩. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না হলে কী হবে?

ক. দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়

খ. দেশের উন্নতি হয়

গ. সবাই পিছিয়ে পড়বে

ঘ. সবাই শিক্ষিত হতে পারবে

উত্তর :ক. দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়

৩৪. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?

ক. রংপুরে খ. পায়রাবন্দে

গ. কলকাতায় ঘ. ঢাকায়

উত্তর :গ. কলকাতায়

৩৫. কাকে বাংলাদেশের নারী জাগরণের অগদূত ও মহীয়সী বলা হয়?

ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল

গ. সেলিনা হোসেন ঘ. জাহানারা ইমাম

উত্তর :ক. বেগম রোকেয়া

৩৬. নারী শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়-

ক. ভারতের কলকাতা শহরে

খ. ইংল্যান্ডের ডাবলিন শহরে

গ. সুইজারল্যান্ডের হেগ শহরে

ঘ. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে

উত্তর :ঘ. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে