রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বাবা সেলিম মেয়ে উর্মিলা

বিনোদন রিপোর্ট
  ০৭ জুলাই ২০২০, ০০:০০
বাবা সেলিম মেয়ে উর্মিলা
'আব্বা' নাটকের একটি দৃশ্য

আগামী ঈদে একযোগে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক 'আব্বা'। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম। আর এবারই প্রথম শহীদুজ্জামান সেলিমকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ছোটপর্দার তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি। নাটকটিতে সেলিমের মেয়ে জবা চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। গত ৪ ও ৫ জুলাই রাজধানীর আশপাশেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, 'আব্বা' নাটকটির গল্প মূলত করোনাসংক্রান্ত। আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। নাটকে আমার চরিত্রের নাম কাদের। এই করোনার ভয়াবহতার মধ্যে অনেক রিস্ক নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই নাটকটির কাজ করেছি। মূলকথা যতটা সতর্কতা অবলম্বন করা যায় নাটকটির ইউনিট তা করার চেষ্টা করেছে। আর রুমান রুনির নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। যেহেতু তার সঙ্গে আমার প্রথম কাজ, তাই তার সম্পর্কে বলাটা আমার জন্য কঠিনই। কিন্তু এটাও সত্য যে, কাজটি ভালো করার আন্তরিক চেষ্টা ছিল তার। দেখা যাক, প্রচারে এলে দর্শকের ভালোলাগলেই এই রিস্কের মধ্যে কাজ করাটা সার্থক হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে