শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজের চরিত্রে মৌসুমী

বিনোদন রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২০, ০০:০০

প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারের শুরু থেকে আজও অভিনয়ের দু্যতি ছড়িয়ে চলেছেন। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও দেখা মেলে তার। মৌসুমী অভিনীত নাটক-টেলিফিল্মগুলোর প্রতি দর্শকদেরও বাড়তি আগ্রহ থাকে। এরই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করলেন নতুন একটি টেলিফিল্মে। তাও আবার নিজের চরিত্রে। টেলিফিল্মের নাম 'ভক্ত'। এটি রচনা করেছেন মির্জা রাকিব এবং পরিচালনা করেছেন তারেক শিকদার। এরই মধ্যে কক্সবাজারের মনোরম লোকেশনসহ রাজধানীর বিভিন্ন স্থানে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে। শুটিং শেষ করে এটি এখন সম্পাদনার টেবিলে। এ টেলিফিল্মটিতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা শাহেদ শরীফ খান। এতে একজন ভক্তের ভূমিকায় অভিনয় করেছেন কামাল। টেলিফিল্মটিতে মৌসুমী তার নিজের চরিত্রেই অভিনয় করেছেন। দেশের একজন জনপ্রিয় শীর্ষ তারকার চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, 'আমাকে ঘিরে একজন পাগল ভক্তের নানান ধরনের উন্মাদনা নিয়েই ভক্ত টেলিফিল্মের গল্প। ভক্তটি আমাকে এতটাই ভালোবাসে যে সে আমাকে খুঁজতে কক্সবাজারে গিয়েও হাজির হয়। নানান ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে টেলিফিল্মের গল্পে। আশা করছি টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।'

টেলিফিল্মটির নির্মাণ নিয়ে এই অভিনেত্রী বলেন, 'তারেক ভাই দীর্ঘদিন শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। যে কারণে তার প্রতি আমার আস্থা ছিল। তিনি চেষ্টা করেছেন অনেক যত্ন নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করতে। আর শাহেদের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ হলো। শুরুতে যে শাহেদকে দেখেছি চুপচাপ শান্ত, এখনো সেই আগেরই মতো আছে শাহেদ। অভিনয়ের প্রতি ভালোবাসাটাও আছে তার।'

জানা গেছে, শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এর আগে মৌসুমী ও শাহেদ প্রথম একসঙ্গে অরুণ চৌধুরীর পরিচালনায় 'টুরিস্ট' এবং পরবর্তীতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় 'পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি' নাটকে অভিনয় করেছেন। এদিকে মৌসুমী সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় সেট ফেলে এর দৃশ্যধারণ করেছেন নির্মাতা। 'অতিথি অ্যাপ' নামের এই বিজ্ঞাপনে মৌসুমীর বিপরীতে রয়েছেন আসিফ ইসলাম। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জামাল মলিস্নক। বিজ্ঞাপনচিত্রে কাজের প্রসঙ্গে মৌসুমী বলেন, 'গোছানো একটি ইউনিটে কাজ করেছি। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই আন্তরিকতা নিয়ে এটি শেষ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে