শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থিয়েটার ফেস্টিভ্যালে 'জাদুর প্রদীপ'

বিনোদন রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ভারতের স্বনামখ্যাত নাট্যসংগঠন 'চন্ডীতলা প্রম্পটার' আয়োজিত 'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১'-এ প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নবদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) 'জাদুর প্রদীপ'। আয়োজক দলটির নবম বর্ষ নাট্যমেলার তিন ধাপের দ্বিতীয় পর্যায় তিন দিনব্যাপী ভার্চুয়াল পর্বের উদ্বোধনী দিনে ২৬ ফেব্রম্নয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে 'চন্ডীতলা প্রম্পটার'-এর ফেসবুক পেজ থেকে সরাসরি প্রদর্শিত হবে 'জাদুর প্রদীপ' প্রযোজনাটি। 'আরব্য রজনী'র অমর কাহিনী 'আলাদিনের আশ্চর্য প্রদীপ' অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল' পর্বটিতে বাংলাদেশের 'জাদুর প্রদীপ'-এর পাশাপাশি আমেরিকা ও ভারতের নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, নাট্য-উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্যপ্রযোজনা। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত 'জাদুর প্রদীপ' প্রযোজনায় মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক 'বাংলা মূকাভিনয়রীতি' সৃজনপ্রয়াস পরিচালিত হয়েছে। ইতোমধ্যে 'জাদুর প্রদীপ' প্রযোজনাটি ৩৫টি সফল মঞ্চায়নের মাধ্যমে প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে