শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুখ খুললেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক
  ০৮ মার্চ ২০২১, ০০:০০
তাপসী পান্নু

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠেছে। শুরুর দিকে চুপ করে থাকলেও এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। দেশটির আয়কর দপ্তরের হানা নিয়ে টুইটে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো জবাব দিয়েছেন তাপসী। সেই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কঙ্গনা রানৌতের করা সমালোচনা করেন তিনি।

টুইটে তাপসী বলেছেন, 'তিনদিন ধরে তলস্নাশি চালানো হয়েছে। যে তিনটি জিনিসের ওপর তলস্নাশি চালানো হয়েছে, এর প্রথমটি হলো প্যারিসে আমার একটি বাংলো। অভিযোগ ওঠেছে, ওই বাংলোর নাকি চাবি পাওয়া গেছে এবং ওই বাংলোটি আমার। দুই নম্বরটি হলো, অভিযোগ ওঠেছে পাঁচ কোটি টাকার একটি রসিদ নিয়ে। আমি সেই রসিদ বাঁধিয়ে রেখে দেব। কারণ, সে টাকা আমি আগেই নিতে অস্বীকার করেছিলাম। তৃতীয়, অর্থমন্ত্রীর কথা অনুযায়ী, আমার সম্পত্তিতে তলস্নাশি চালানো হয়েছিল ২০১৩ সালে। সে কথা আমার স্মৃতিতে নেই।' শেষে কঙ্গনাকে ব্যঙ্গ করে লিখেছেন, 'আর খুব একটা সস্তা নই আমি'। সোজা কথায়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে খারিজ করে দিয়েছেন তাপসী পান্নু। কিছু দিন আগে কঙ্গনা রানৌতে নিজের সস্তা প্রতিরূপ বলেছিলেন তাপসীকে। তার দাবি ছিল, তাপসী পান্নু তাকে নকল করেন। সেই প্রসঙ্গ তুলে এনে কঙ্গনাকে কটাক্ষ করলেন 'থাপ্পড়'-এর অভিনেত্রী।গত বুধবার থেকে আয়কর দপ্তরের নজরে পড়েছেন তাপসী পান্নু, অনুরাগ কশ্যপসহ আরও কয়েক জন বলি তারকা। বিকাশ বহেল, বিক্রমাদিত্য মোতওয়ানে, মধু মন্টেনা ও কশ্যপের এককালীন প্রযোজনা সংস্থা 'ফ্যান্টম ফিল্মস' এ তলস্নাশি চালিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। কেবল 'ফ্যান্টম' নয়, বুধবার আয়কর দপ্তরের কর্মকর্তারা ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 'কোয়ান' ও 'এক্সি'-এও তলস্নাশি চালিয়েছেন। এ ছাড়া 'রিলায়্যান্স এন্টারটেনমেন্ট গ্রম্নপ'-এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শিবাশিস সরকারের বিভিন্ন দপ্তরেও বুধবার এবং বৃহস্পতিবার তলস্নাশি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে