শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সা ক্ষা ৎ কা র

করোনা ক্যারিয়ারের জন্য হুমকি

মাহিয়া মাহী। সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী। গত ১৬ ডিসেম্বরে ওটিটি পস্ন্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া ছবি 'নবাব এলএলবি' ছিল তার সর্বশেষ ছবি। যা অনেক আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে মুক্তি পায়। এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বর্তমান প্রজন্মের কাছে আলোচিত এ অভিনেত্রীর হাতে বর্তমানে বেশ কয়েকটি ছবি রয়েছে। তার মধ্যে শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবি। কিন্তু পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিই ফের করোনার জাঁতাকলে আটকা পড়ায় তার ক্যারিয়ার ও হাতে থাকা ছবিগুলো নিয়ে উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছেন বলে জানালেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাতিয়ার রাফায়েল
নতুনধারা
  ০৭ এপ্রিল ২০২১, ০০:০০
মাহিয়া মাহী

মন্দের পর ভালো শুরু...

'অনেক আশা নিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। শুটিং স্পটগুলোও একে একে জাগতে শুরু করছিল। গত বছরটা তো একটা স্বপ্নের মতো ছিল। করোনার কারণে জীবন থেকে তো একটা বছরের বেশি পার হয়ে গেছে। আমি চাই না যে জীবন থেকে আবার একটা বছর চলে যাক। খুবই ভীতসন্ত্রস্ত আমরা সবাই। নানা ঝুটঝামেলা পেরিয়ে শেষপর্যন্ত আমার অভিনীত 'নবাব এলএলবি'ও মুক্তি পেল। যদিও এ নিয়ে আমাদের সবারই একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তারপরও একটা মধুর সময়ের মধ্যদিয়ে অগ্রসর হচ্ছিলাম। ব্যস্ত ছিলাম হাতে থাকা কয়েকটি ছবি নিয়ে। কি বলব, এ সময়ে দেশের চলচ্চিত্রে যেন নতুন একটা প্রাণের সঞ্চার হচ্ছিল। একের পর এক নতুন সিনেমা মুক্তি ও কাজের ধুম বইতে লাগল। কিন্তু তারপর সব এলোমেলো।

আবার লকডাউন...

সত্যি কথা হলো, আসলে আমি চাইনি আবার এমন পরিস্থিতিতে পড়ি। পুনরায় লকডাউন চিন্তাই করতে পারিনি। মনটাই খারাপ হয়ে গেল। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই এটা অশুভ লক্ষণ। গত বছরটা আমাদের এত ক্ষতি হয়ে গেছে যে, সেটা পূরণ করতেই তো কয়েক বছর পেরিয়ে যাবে। এখন কিনা সেই অপূরণীয় ক্ষতিটা থাকতেই আবার সবাইকে নিয়ে ঘরবন্দি হয়ে থাককে হচ্ছে।

সবার ঘরে থাকা উচিত....

এখন তো শুটিং করার মতো কোনো অবস্থা নেই। সবই তো বন্ধ। যে কোনো ভাবেই হোক, তারপরও আমি চাইব না কেউ শুটিং চালিয়ে যাক। আমি তো যাবই না। এখন আর কোথাও বেরও হচ্ছি না। আগে তো নিজেকে বাঁচতে হবে। তারপরই না বাদবাকি, সবকিছু। আমরা মানি বা না মানি, তারপরও যতটুকু মানি, আমাদের কিন্তু সবারই এখন থেকে ঘরে থাকা উচিত।

সামনের দিনগুলো...

হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। 'বুবুজান', 'গ্যাংস্টার' এগুলো নিয়ে তো ভালোই একটা ব্যস্ততায় ছিলাম। নতুন কিছু ছবিতে চুক্তির বিষয়েও অনেকখানি এগিয়েছিলাম। ভালো একটা শুরু করে এগিয়ে যাচ্ছিলাম। নতুন নতুন কাজ। এমনিতেই আমি চাই, এমন কিছু কাজ যেখানে আবার বড় কিছু করার সুযোগ থাকবে। সেই চিন্তা থেকেই ছবি বেছে বেছে চুক্তিতে যাচ্ছিলাম। কিন্তু কোথায় কী হলো, আবার পিছিয়ে যেতে হলো। ইউটার্ন নিতে হলো।

করোনা ক্যারিয়ারের জন্য হুমকি...

এই এক করোনাই আমাদের ক্যারিয়ারের জন্যও এক বিরাট হুমকি হয়ে আসছে। এমনিতেই গত বছরটায় একটা দুঃসহ অভিজ্ঞতা হয়েছে আমাদের। এখন না জানি, সামনের দিনগুলোতে আরও কোন অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। আমি খুবই ভীত এ নিয়ে। এটা খুবই ভয়ংকর একটা বাজে বিষয়। শুধু আমাদের জন্যই না। গোটা দেশের জন্যই একটা বাজে বিষয়। সবাই রোজা, ঈদ কেনাকাটা ইত্যাদি নিয়ে অপেক্ষা করছিল। কী যে হবে! এখন তো আর কোনো বিষয়ে কথাও বলতে ইচ্ছে করছে না।'

নবাব এলএলবি...

'ওই ছবিটা নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। এমনিতেই ছবিটা করোনার কারণে বারবার বাজে পরিস্থিতিতে পড়েছে। আর মুক্তি পাওয়ার তো আরেক উটকো ঝামেলার মধ্যে পড়ে... এ নিয়ে আসলে আমি আর কোনো কথাই বলতে চাই না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে