শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে নেই তারকাশিল্পীদের গান

মাসুদুর রহমান
  ১০ মে ২০২১, ০০:০০
বিজয়রথ ব্যান্ডের ঈদের গান 'গোধূলি লগ্নে'

বৈশ্বিক পরিস্থিতির কারণে গতবারের মতো এবারের ঈদেও জমে উঠছে না দেশের সংগীতাঙ্গন। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে শতাধিক গান প্রকাশ হলেও নিরানন্দ এই ঈদ আয়োজনে নেই তারকাশিল্পীদের নতুন গান। ঈদ নিয়ে তাদের পরিকল্পনা থাকলেও করোনায় তা ভাটা পড়েছে। তবে এবারের ঈদে গান প্রকাশের হিড়িক পড়েছে নতুন শিল্পীদের। এর বেশিরভাগই অবমুক্ত হয়েছে ইউটিউবে। কোনোটি শিল্পীর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, কোনোটি প্রযোজনা প্রতিষ্ঠানের।

ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে ঈদের গান 'এলো খুশির ঈদ'। গানটিতে কণ্ঠ দিয়েছেন চারশিল্পী- কাজী শুভ, মিলন, শিপলু ও পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম। গানটি প্রকাশ হয়েছে ডি আই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে শিল্পী রুমানা ইসলামের নতুন গান 'একটা মন'। জামাল হোসেনের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মুহিন খান। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী স্বীকৃতির ঈদের গান 'চন্দ্রাবতী'। একই প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়েছে জিসান খান শুভর ঈদের গান 'হঁ্যা তুই'। বিজয়রথ ব্যান্ডের 'গোধূলি লগ্নে' গানটি প্রকাশ করেছে ধ্রম্নব মিউজিক। গানটি লিখেছেন এবং সুর করেছেন ইয়ামিন ইলান। এ ছাড়া ধ্রুব মিউজিক স্টেশন থেকে আরও প্রকাশ হয়েছে শেখ সাদীর কণ্ঠে 'অভিমান', আকাশের 'একলা আকাশ'। রেজওয়ান শেখের সুর ও সংগীতায়োজনে সালমার গাওয়া নতুন গান 'পরদেশি' প্রকাশ করেছে সিডি পস্নাস। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড টেকের ব্যানারে বাজারে এসেছে কণ্ঠশিল্পী জয়ের নতুন গান 'ভালোবাসার বাজি'। গৌতম রায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখায় ঈদের গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। 'ঈদ মোবারক' শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন মায়া মনি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা করেছেন এ কে আজাদ। সিএমভি থেকে প্রকাশ হয়েছে ইমরান ও পড়শীর নতুন দ্বৈত গান 'এক দেখায়'। স্নেহাশীষ ঘোষের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। প্রকাশ পেয়েছে ইমরান ও পনী চাকমার দ্বৈত গান 'আলো'। গীতিকবি আসিফ ইকবালের ঈদের গান 'বাড়ি যাব বাড়ি যাচ্ছি'তে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী ঈশান মিত্র। সুর করেছেন সংগীত জুটি অমিত-ঈশান। ভিডিও নির্মাণ করেছেন 'ন ডরাই'-খ্যাত তানিম রহমান অংশু। 'এন্টারটেইনম্যান্ট'-এ প্রকাশ হয়েছে শামস সুমনের কণ্ঠে নতুন। গান তিনটি হলো- 'হঠাৎ একদিন', 'দূরে সরে যায়' ও 'খুঁজে ফিরি'। 'হঠাৎ একদিন' লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন শামস সুমন, সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। রোমানের কথায় 'দূরে সরে যায়' গানের সুর করেছেন শামস সুমন, সঙ্গীতায়োজন আরাফাত বসনিয়া। 'খুঁজে ফিরি' গানটি শামস সুমন, আরাফাত বসনিয়া ও রাহাতের লেখা। কম্পোজিশন করেছেন আরাফাত বসনিয়া। জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী রাজু মন্ডলের 'প্রশ্ন'। ইমতিয়াজ মেহেদী হাসানের কথায় গানটির সুরারোপ করেছেন এস এম সোহেল এবং সঙ্গীতায়োজন করেছেন এস ডি সাগর। অ্যারাবিক গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। এটি দেখা যাবে তার ইউটিউব চ্যানেলে। আগামীকাল সান প্রডাকশন হাউস থেকে প্রকাশ হবে কণ্ঠশিল্পী রিয়েল আশিকের ঈদের গান 'থাকিস কেন দূরে'। ইসরাফিল রনির কথায় গানটি সুর করেছেন সৈয়দ অমি। কণ্ঠশিল্পী এফএ সুমনের গান 'তারার আলাপনে' প্রকাশ পাবে সিডি পস্নাস মিউজিক থেকে। এসএম রাকিবুল হাসান রিঙ্কুর কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শাহাদাত হোসেন। মতো এবারের ঈদেও প্রকাশিত হয়েছে গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা নতুন দুটি গান। 'মুর্শিদ' গানটি গেয়েছেন অভী তালুকদার ও সানি আজাদ গেয়েছেন 'ভালোবাসার লেনাদেনা'। গান দুটি প্রকাম হয়েছে জি সিরিজ ও ওম স্টার মাল্টিমিডিয়া থেকে। এ ছাড়া বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নতুন আঙ্গিকে প্রকাশ করেছে তারকাশিল্পীদের পুরনো গানের সঙ্গে ভিডিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে