শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ণোদ্যমে তারিন

মাসুদুর রহমান
  ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
তারিন জাহান

এক সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিননেত্রী ছিলেন তারিন জাহান। চাহিদার শীর্ষে থাকলেও ধীরে ধীরে নাটকে অনিয়মিত হয়ে পড়েন। মানহীন নাটকের ছড়াছড়ি, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় একেবারেই কমিয়ে দেন। কালে-ভদ্রে তার দেখা মেলে টিভি পর্দায়। কেবলমাত্র বিশেষ দিবসের বিশেষ নাটকগুলোতেই অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। নাটকের বাইরে টেলিভিশনের অন্য কোনো অনুষ্ঠানেও তার উপস্থিতি কম। তবে সম্প্রতি ব্যস্ততা বেড়েছে তারিনের। অভিনয়ে আগের চেয়ে অনেকটাই সরব হয়েছেন। গত ঈদে তার অভিনীত নাটকগুলো বেশ প্রশংসা পেয়েছে। তারিন বলেন, 'একটি ভালো গল্প পেলে অভিনয় করতেও ভালো লাগে।'

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন। আলোচিত এই অভিনেত্রী সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে কাজ করছেন। এটি হৃদি হক পরিচালিত প্রথম চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ ভিত্তিক এ চলচ্চিত্রের নাম '১৯৭১ সেইসব দিনগুলো'। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তারিনকে। চলচ্চিত্রটি নিয়ে তারিন বলেন, 'এই সিনেমার কাজ করে সত্যি তৃপ্তি পাচ্ছি। মুক্তিযুদ্ধের সিনেমার মধ্যে এটি অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলে আশা করি। হৃদি এত চমৎকারভাবে প্রতিটি দৃশ্য পর্দায় তুলে আনছেন না দেখলে বিশ্বাস হবে না। এমনও হয়েছে আমরা একটি মাত্র দৃশ্য করতে সারা দিন ব্যয় করেছি। অনেক বড় নির্মাতার কাছেও শুনেছি, একটা শট না হয় খারাপ হলো তাতে কী বা হবে। কিন্তু হৃদি কোনো ছাড় দিতে রাজি নন। তিনি যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এবং শিল্পের যে পরিবেশে বড় হয়েছেন এটি তারই বহিঃপ্রকাশ।'

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ডকুমেনটারি ফিল্ম 'রক্তমাখা সিঁড়ি'। এতে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তারিন। তিনি বলেন, 'আমি বঙ্গবন্ধুকে নিজের চোখে দেখিনি। আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে দেখেছি এবং জানতে ও বুঝতে চেষ্টা করেছি বইয়ের পাতায়। তার লেখা বই পড়ে কিংবা টিভিতে শুনেছি তার দরাজ কণ্ঠ, কল্পনায় এঁকেছি সেই অসাধারণ ব্যক্তিত্বকে, যাকে শুধু শ্রদ্ধাভরে ভালোবাসা যায়। কৃতজ্ঞচিত্তে স্মরণ করা যায়। বঙ্গবন্ধুর প্রতি সেই শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের জায়গা থেকে এই প্রথম কোনো মিউজিক্যাল ডকুফিল্মে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ জানাই পুরো টিমকে।'

নিশীতা বড়ুয়ার গাওয়া 'রক্তমাখা সিঁড়ি' গানটি নিয়েই মিউজিক্যাল ডকুমেনটারি নির্মিত হয়েছে। গানটির সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। লিখেছেন সুজন হাজং। মিউজিক্যাল ডকুফিল্মটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। শোক দিবস উপলক্ষে ১৭ আগস্ট ইউটিউবে গানটি প্রকাশ পায়। গানটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন তারিন। অভিনয়ের পাশাপাশি তারিন বিভিন্ন টিভি অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল বিটিভির একটি অনুষ্ঠানে দেখা যাবে তারিনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের উপস্থাপনায় আগামীকাল বিটিভিতে প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান 'তারুণ্যের চোখে শেখ হাসিনা'। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মাশরাফি বিন মোর্তজা ও লেখক-গণমাধ্যমকর্মী শেখ সাদীর সঙ্গে এই অনুষ্ঠানে দেখা যাবে অভিনেত্রী তারিনকে।

কাজের ব্যস্ততায় নিজের জন্য আলাদা করে সময় বের করা কঠিন হয়ে উঠেছিল তারিনের। তবুও অবসর সময় বের করে মাকে নিয়ে ঘুরতে যান সমুদ্রসৈকত কক্সবাজারে। মা ও মেয়ে দু'জনে একান্তে কিছু সময় কাটিয়ে কয়েকদিন আগে ফিরেছেন ঢাকায়। অবসর প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, 'আব্বু অসুস্থ থাকাকালীন আম্মু কোথাও যেতেন না। তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। এরই মধ্যে শুরু হলো করোনা। দীর্ঘদিন আম্মুকে ঘরবন্দি থাকতে হয়েছে। আব্বু চলে যাওয়ার পর আম্মু অনেকটাই চুপচাপ হয়ে যান। তারপরও অনেকটাই জোর করে তাকে কক্সবাজার নিয়ে যাওয়া। কক্সবাজারে আসার পর আম্মুর ভীষণ ভালো লেগেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে