শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট পর্দায় অনুষ্ঠানমালা

নতুনধারা
  ৩০ জুন ২০২২, ০০:০০

আরটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'টিম ওয়েস্ট ইন্ডিজ'। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনীক, সামিরা খান মাহী, হাসান মাসুদ, ওলিউর রহমান প্রমুখ।

মাছরাঙা টিভিতে সপ্তাহের রোববার, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'অনলাইন অফলাইন'। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আ খ ম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।

বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'মহাজন'। টিপু আলমের গল্প এবং এন ডি আকাশের নাট্যরূপে নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। এতে অভিনয় বড়দা মিঠু, রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা, সায়কা আহমেদ, তারিক স্বপন, রকি খান, সমু চৌধুরী প্রমুখ।

নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'আকাশ মেঘে ঢাকা'। মাহবুব হাসান জ্যোতির রচনায় এবং রূপক বিন রউফের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, লিটন খন্দকার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে।

এনটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ফ্রেন্ড বুক'। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, ইরফান সাজ্জাদ, মীম চৌধুরী, খায়রুল বাশার, ইমতিয়াজ বর্ষণ, ফারাহ নানজিবা তোরসা, শামীমা নাজনীন, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে