রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মহানায়িকা সুচিত্রার জন্মদিন আজ

তারার মেলা রিপোর্ট
  ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
সুচিত্রা সেন

নায়িকাদের নায়িকা খ্যাত বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন। বেঁচে থাকলে এবার ৯২ বছরে পা রাখতেন এই মহানায়িকা। অভিনয় দক্ষতা দিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেওয়া সুচিত্রা সেন আজও ভক্তদের মনে অনুভূতির ঢেউ তোলে। অনেক মডেল অভিরনেত্রীরাই অনুসরণ করেন অভিনয়শৈলী ও ফ্যাশন স্টাইল। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। ভারতে শেষ নিশ্বাস ত্যাগ করলেও জন্মসূত্রে এই অভিনেত্রী বাংলাদেশি। ১৯৩১ সালের এই দিনে তিনি পাবনা জেলা সদরে জন্মগ্রহণ করেন। তার জন্মগত নাম রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্কুলশিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। সূচিত্রা ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। বিয়ের পর পাড়ি জমান কলকাতায়। আগমন ঘটে সিনেমায়। তৎকালীন সময়ে সিনেমা জগতে বহুল প্রচলিত একটি ধারণা ছিল যে বিয়ের পর মহিলারা আর নায়িকা হয়ে উঠতে পারেন না। তবে এই ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করেছিলেন মিসেস রমা সেন। নানা সংকট মোকাবিলা করে গৃহিণী রমা থেকে হয়ে ওঠেন মহানায়িকা সুচিত্রা সেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৫২ সালে 'শেষ কোথায়' ছবির মাধ্যমে সুচিত্রা সেন চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তবে তার প্রথম ছবিটি মুক্তি পায়নি। সুচিত্রা উত্তম কুমারের বিপরীতে 'সাড়ে চুয়াত্তর' ছবিতে প্রথম অভিনয় করেন। রূপালি পর্দার উত্তম-সুচিত্রা জুটি আজও তুমুল দর্শকপ্রিয়। বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী ২০ বছরে ছিলেন আইকন স্বরূপ। ১৯৫৫ সালে 'দেবদাস' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সুচিত্রা সেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। এরপর ১৯৬৩ সালে 'সাত পাকে বাঁধা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস পান তিনি। ১৯৭২ সালে ভারত সরকার মহানায়িকাকে 'পদ্মশ্রী' সম্মান প্রদান করে। ২০১২ সালে তাকে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। এ ছাড়া 'আন্ধি' (হিন্দি ছবি) ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। ১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু তিনি জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করতে রাজি হননি। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে