সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ক্ষোভ ঝাড়লেন জাহারা মিতু

বিনোদন রিপোর্ট
  ০৬ জুন ২০২৩, ০০:০০

ঢাকাই সিনেমার উঠতি তারকা জাহারা মিতু অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখিকাও বটে। পাশাপাশি বেশকিছু গানের কথা ও সুর দিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকা নায়িকাদের মধ্যে অন্যতম মিতু। প্রায়ই অভিনয় ও ব্যক্তিজীবনের নানা কথা তিনি শেয়ার করে থাকেন এই মাধ্যমে। এবার এই নায়িকা ক্ষোভ উগরে দিলেন ফেসবুকে। কাকে নিয়ে এই ক্ষোভ, তা স্পষ্ট না করলেও বোঝা গেছে, তাকে নিয়ে মিথ্যা তথ্য ছাড়ানোর জন্যই খেপেছেন।

জাহারা মিতুর কথায়, 'মানুষকে অকারণে ছোট করা আমার স্বভাব নয়। তারপরও আজ কিছু বলব। যদিওবা আমার ব্যক্তিত্বের সঙ্গে এই কথাগুলো যায় না, তাও বলি কিছু মানুষ আছে, পকেটে থাকে না ২০ টাকা। ম্যাসেঞ্জারে এর ওর কাছে টাকা চেয়ে বেড়ায়। কেউ টাকা দিলে সেই টাকার সঙ্গে আর কিছু মিলিয়ে কোনো এক হোটেলে রাতের খাবারটা খেয়ে নেয়। সেই কমদামি পচা খাবার খেয়ে আবার তাদের স্বপ্নদোষ হয়। এই স্বপ্নে তারা সিনেমার লোকজন নিয়ে বিভিন্ন রকম সিনেমা দেখে।'

তিনি আরও বলেন, 'তারপর সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নে দেখা সেই গল্প আবার সাজাতে বসে। এরপর শুরু হয় গ্রামের চাচাত বোনদের মতো চুগলিবাজি। বলে- জানিস এর সঙ্গে ওর প্রেম। বাস্তবজীবনে আসলে যার অস্তিত্বই নেই। নিজেদের জীবনে যেহেতু বস্তির মেয়ে জরিনার দেখাও পায় না, তাই অন্যের প্রেম কাহিনী বানাতে এরা ব্যস্ত হয়ে পড়ে।'

মিথ্যা ছড়ানো মানুষের উদ্দেশে মিতু বলেন, 'যাই হোক সেই সব ভাইদের বলছি, কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। পরিশ্রম করে নিজেদের জীবন মান উন্নয়নে মন দিন। টাকা দিয়ে মানুষ পালব, সেই মানুষ জাহারা মিতু না। আমার থেকে সুযোগ-সুবিধা পাবেন না বলে যা খুশি তাই লিখবেন, তাতেও আমার নেগেটিভ পাবলিসিটিতে আপনারাই সাহায্য করছেন। আমার নিজের দ্বারা যেহেতু এসব বাজে কাজ করা সম্ভব না, আপনারাই এসব করতে থাকেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে