সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চমকে দিলেন মাহফুজ-অপি

বিনোদন রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

এক সময়ের সাড়া জাগানো দুই তারকা মাহফুজ আহমেদ এবং অপি করিম। দুইজনেই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকায় শখের অভিনয় থেকে এক প্রকার দূরেই ছিলেন। গত বছরের শেষের দিকে তারা দুইজনই সিনেমার শুটিংয়ে মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেন। চলতি বছর মুক্তি পায় তাদের সেই সিনেমাগুলো। ফেব্রম্নয়ারিতে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায় অপি করিমের 'মায়ার জঞ্জাল' এবং এবারের ঈদুল আজহায় মুক্তি পায় মাহফুজ আহমেদের 'প্রহেলিকা'। এই দুই সিনেমার মাধ্যমে ফের আলোচনায় আসেন তারা। আর এই আলোচনা ধরে রাখতে মাহফুজ-অপিকে জুটি করে 'অদৃশ্য' নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা।

সোমবার প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজটির ট্রেইলার। আড়াই মিনিটের এই ট্রেলারের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। যে সিরিজের গল্প আনিস আহমেদ নামের এক ব্যক্তিকে ঘিরে 'অদৃশ্য'; যিনি ব্যবসায়ী হিসেবে চূড়ান্ত সফল। আবার রাজনীতিতেও নাম লেখান। কিন্তু আচমকা তার জীবন পাল্টে যায়, যখন সে তার নিজেকে আবিষ্কার করেন এক পরিত্যক্ত ঘরে, বন্দি অবস্থায়। কে, কেন তাকে এমন বন্দি করেছেন, তার হদিস মেলে না। এই সূত্র ধরেই রহস্যের জাল গাঢ় হতে থাকে।

সিরিজটার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে মাহফুজ আহমেদ ও অপি করিমকে। এতে মাহফুজ হচ্ছেন আনিস আহমেদ। আর তার স্ত্রীর চরিত্রে অপি করিম। সিরিজে আনিস আহমেদ চরিত্রটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, 'দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হবে।'

অপি করিম বলেন, 'ঢাকা মেট্রোর পর আবারও হইচইতে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেইলারটি তার একটি ঝলক মাত্র। আমি আশা করি, দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন। এখন শুধুমাত্র এটি প্রকাশের অপেক্ষায় আছি।'

আগামী ৫ অক্টোবর হইচইয়ে প্রকাশ পাবে সিরিজটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে