সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ আয়ের তালিকায় 'জাওয়ান'

বিনোদন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভারতে সম্প্রতি একের পর এক নতুন ছবি রেকর্ড ব্যবসায়ের নজির গড়ছে। কখনো দক্ষিণের ছবি কখনো হিন্দি ছবি। এই রেকর্ড গড়ার দৌড়ে এবার এগিয়ে গেল শাহরুখ খানের 'জাওয়ান'। 'পাঠান'র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই ছবিটি। এমনটি যে হতেই যাচ্ছে, সেটার ধারণা আগে থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিয়েছে। বলিউডের বক্স অফিসে টর্নেডো চালিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিল শাহরুখ খানের সিনেমা 'জাওয়ান'। মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতে এর কালেকশন ছাড়িয়েছে ৫৪৬ কোটি রুপি।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা।

এই 'জাওয়ান' এর আগে সর্বোচ্চ কালেকশনের রেকর্ডটি ছিল শাহরুখ খানেরই 'পাঠান'র দখলে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই ছবি ভারতে ৫৪৩ কোটি রুপি কালেকশন করেছিল। সেই অংককে মাত্র ১৭ দিনেই টপকে গেল অ্যাটলি কুমার নির্মিত ছবিটি।

মুক্তির পর থেকেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছে 'জাওয়ান'। যেমন- সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন (৭৫ কোটি রুপি), সর্বোচ্চ এক দিনের কালেকশন (৮০ কোটি রুপি)- যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড। সর্বোচ্চ ওপেনিং উইক (৩৮৯ কোটি রুপি) হিসাবেও। শুধু তাই নয়, এটি এখন সবচেয়ে দ্রম্নত সময়ে যথাক্রমে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা হিন্দি সিনেমা। এর আগে সবচেয়ে দ্রম্নত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানোর রেকর্ডটি সানি দেওলের 'গদর-টু' সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছতে 'গদর টু' সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।

এদিকে দুনিয়াব্যাপী কালেকশনেও নয়া নজির গড়েছে 'জাওয়ান'। কম সময়ে ৪০ মিলিয়ন ডলার কালেকশন করেছে এটি। গত ২৩ সেপ্টেম্বর রাত নাগাদ ছবিটির বৈশ্বিক কালেকশন দাঁড়ায় ৯৮৯ কোটি রুপিতে। রোববারই এটি হাজার কোটির সদস্য হয়ে যাচ্ছে।

বলা বাহুল্য, শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি একই বছর দুই হাজার কোটি রুপি কালেকশনের ছবি উপহার দিয়েছেন। এর মাধ্যমে যেন আবারও প্রমাণ করলেন, তিনি ভারতীয় সিনেমার বাদশাহ।

উলেস্নখ্য, ৩০০ কোটি রুপি বাজেটের 'জাওয়ান' সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আছেন- নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে