সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজুর 'হাসিনা কাব্য'

বিনোদন রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল। এ উপলক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবি'কে ঘিরে একজন চলচ্চিত্র পরিচালক এবং কবি'র পয়েন্ট অব ভিউ থেকে শেখ হাসিনা'কে নিয়ে ছোট ছোট কবিতা লিখেছেন। রাজু তার বইয়ের নামকরণ করেছেন 'হাসিনা কাব্য'। বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে। উৎসর্গে রাজু জাতির পিতাকে নিয়ে যে কবিতাটি লিখেছেন তা হলো, 'যেদিন বত্রিশ নম্বরে, ঝরেছিল রক্ত তোমার, সেই থেকে ঝরছে রক্ত, হৃদয়ে আমার, তোমার রক্তে ছিল না তো পাপ, তাই আজ বত্রিশ নম্বর হয়ে গেছে রক্ত গোলাপ'। সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএফডিসির ভিআইপি প্রজেকসন হলে 'হাসিনা কাব্য'র প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। এ ছাড়া চিত্রনায়ক সাইমনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে